শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

'সিম সোয়াপ' প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তি খাত। অথচ প্রযুক্তির এ সুফলকে ভালো কাজে ব্যবহার না করে ডিজিটাল মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সিম কার্ড হ্যাকিংসহ এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে প্রতারক চক্র হানা দিয়ে অর্থ ও তথ্য হাতিয়ে নিচ্ছে না। তবে একটু সতর্ক থাকলে এই ধরনের প্রতারকদের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। 
সম্প্রতি নতুন ধরনের প্রতারণার কথা প্রকাশ্যে এসেছে। এর নাম সিম সোয়াপিং। মূলত সাইবার অপরাধীরা মুঠোফোন সংযোগের সিম কার্ড সোয়াপ করে অন্যের ফোন নম্বরের নকল বা দখল নিয়ে নেয়। কৌশলে সিম কার্ড নকল করার পর সেই ব্যক্তির বিভিন্ন অ্যাকাউন্টের সুরক্ষাব্যবস্থা যেমন টু ফ্যাক্টর অথেনটিকেশন বদলে ফেলে। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত তথ্যের দখল নেয় সাইবার অপরাধীরা আর যে ব্যক্তির সিমের দখল নেওয়া হয়েছে বা সিম সোয়াপ করা হয়েছে, তিনি সেটা সহজে বুঝতেও পারেন না।

সিম সোয়াপ প্রতারণার কারণ

সামাজিক যোগাযোগমাধ্যম: সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের প্রতারণামূলক টেকনিক ব্যবহার করে ব্যবহারকারীদের বিশ্বাস গড়ে তোলেন তারাই এই সিমের একমাত্র মালিক।

ডাটা প্রকাশ: ডাটা ব্রিচ করা সাইবার অপরাধীদের বিভিন্ন ভাবে প্রতারণা করতে সাহায্য করে।

ইনসাইডার থ্রেটস: অনেকক্ষেত্রে অপরাধীরা মোবাইল কোম্পানির কর্মীদের সাথে হাত মিলিয়েও ডাটা চুরি করে।

আরো পড়ুন : সচল হলো সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট

যে বিষয়গুলো দেখে বুঝতে হবে সিম সোয়াপ হয়েছে

*ফোনে যদি হঠাৎ নো সার্ভিস বা ইমার্জেন্সি কল অ্যানলি দেখায় তাহলে বুঝতে হবে ফোন হ্যাকিং হয়েছে। 

*ফোন বা মেসেজ দিতে সমস্যা দেখা দিলে। 

*বার বার কোনো অ্যাপে লগ-ইন বা ই-মেইল আসলে। 

*সিম কার্ড চেঞ্জ করতে হবে এমন কোন মেসেজ আসলে। 

*ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হলে। 

যেভাবে নিরাপদ থাকবেন

*অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়াতে শক্তিশালী পাসওয়ার্ড বাড়াতে হবে। 

*প্রতিটি ক্ষেত্রে সম্ভব হলে অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন করতে হবে। 

*অপরিচিত কোনো লিংকে ক্লিক না করা বা অপরিচিত মেসেজ না  দেখা। 

*অ্যাকাউন্ট মনিটর করতে নিয়মিত ব্যাংক, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ইত্যাদি চেক করা। 

*আইডেন্টিটি প্রোটেকশন সার্ভিস ব্যবহার করা। 

*ফোনে বা অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা। 

এস/ আই.কে.জে


সিম সোয়াপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250