সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার স্বীকৃতি দিলো ৪ ইউরোপীয় দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বহু বছর ধরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে আসছেন প্যালেস্টাইনিরা। রাষ্ট্র নির্মাণের এই স্বপ্ন পূরণে যুগের পর যুগ আন্দোলনও করে আসছেন তারা। ইতোমধ্যে বিশ্বের বহু দেশ প্যালেস্টাইনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের তালিয়ায় এবার নিজেদের নাম যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউরোপের আরও চারটি দেশ। 

দেশ চারটি হলো স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা। শুক্রবার (২২শে মার্চ) এক যৌথ বিবৃতিতে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন এসব দেশের নেতারা।

বিবৃতিতে চার দেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন। এর মাধ্যমে সেখানে ইসরায়েল ও প্যালেস্টাইন নামে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।

আরও পড়ুন: হজে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান

এ সময় চার দেশের নেতারা স্বাধীন প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যখন ইতিবাচক অবদান রাখতে পারবেন এবং পরিস্থিতি সঠিক হবে, তখনই তারা এই স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমাদের এই যৌথ বিবৃতিতে কখন স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টা অস্পষ্ট রয়েছে। তবে আমরা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন কখন তা দেওয়া হবে সেটা নিয়ে কথা হবে।

সূত্র: আনাদোলু

এসকে/ 

প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র

খবরটি শেয়ার করুন