ছবি: সংগৃহীত
সারাবছরই কারো কারো চুলের কোনো না কোনো সমস্যা থাকে। তবে শীত ও বর্ষাকালে তা বাড়ে। বিশেষ করে খুশকির সমস্যা বেশি দেখা দেয়। এতে অস্বস্তিও বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন।
লেবু
চুলের যত্নে লেবুর তুলনা নেই। খুশকি তাড়াতেও লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস বের করে চুলের গোড়ায় লাগান। তারপর হালকা গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। এ পদ্ধতি খুশকির সমস্যা কমাবে।
পেঁয়াজ
মাথার ত্বকে পেঁয়াজ ব্যবহার করলে ত্বকে রক্তসঞ্চালন ভালো হয়। প্রথমে খানিকটা পেঁয়াজ বেটে নিন। তারপর বাটা পেঁয়াজটি মাথার ত্বকে মেখে রেখে দিন। চাইলে পেঁয়াজের টুকরোও মাথায় ঘষে নিতে পারেন। তাতেও একই উপকার পাবেন। তারপর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
খাবার সোডা, দই ও পুদিনা পাতা
খাবার সোডা এবং দই- দুটিই খুশকি দূর করতে সাহায্য করে। দই, এক চিমটে খাবার সোডা ও পুদিনা পাতার কুচি দিয়ে একটি মিশ্রণ বানান। তারপর মাথার ত্বকে ভালো করে মাখিয়ে নিন। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
টি-ট্রি অয়েল
খুশকি হলে মাথার ত্বকে টি ট্রি অয়েল মালিশ করুন। নিয়মিত এ তেল ব্যবহারে খুশকির সমস্যা কমে যাবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন