সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

সামরিক শক্তিতে পাকিস্তান কি ইরানের চেয়ে এগিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান-ইরানের পাল্টাপাল্টি হামলায় সীমন্তবর্তী অঞ্চলে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিস্থিতে পুরো বিশ্বের নজর এখন দুই দেশের দিকে। ভূরাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে কি যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান? আর যদি রণক্ষেত্রে মুখোমুখি অবস্থান নেয়, সেক্ষেত্রে এগিয়ে থাকবে কারা? এ ছাড়া সামরিক শক্তিতে এগিয়ে আছে কোন দেশ?

গত ৬ই জানুয়ারি বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে একটি তালিকা প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। মূলত এসব দেশের ৬০টি বিষয়কে প্রাধান্য দিয়ে এই তালিকা প্রকাশ করে সংস্থাটি। এতে দেখা যায়, সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের চেয়ে বেশ এগিয়ে পাকিস্তান। তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশের মধ্যে একটি পাকিস্তান, তাদের অবস্থান ৯ নম্বরে। আর ১৪ নম্বরে রয়েছে ইরানের নাম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের তুলনায় বেশ সমৃদ্ধ পাকিস্তান। দেশটির যুদ্ধ বিমান আছে ৩৮৭টি, বিশেষ-অভিযানের জন্য বিমান বহর আছে ২৫টি ও যুদ্ধ হেলিকপ্টার আছে ৫২টি। অন্যদিকে ইরানের যুদ্ধ বিমান আছে ১৮৬টি, বিশেষ-অভিযানের জন্য বিমানবহর আছে ১০টি ও যুদ্ধ হেলিকপ্টার আছে ১৩টি।

আরো পড়ুন: প্রবাসীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

এছাড়া সড়ক প্রতিরক্ষায় পাকিস্তানের ট্যাংক আছে তিন হাজার ৭৪২টি, স্বয়ংক্রিয় আর্টিলারি ৭৫২টি, কামান তিন হাজার ২৩৮টি ও এমএলআরএস আছে ৬০২টি। আর ইরানের যুদ্ধের ট্যাংক আছে এক হাজার ৯৯৬টি, স্বয়ংক্রিয় আর্টিলারি ৫৮০টি, কামান দুই হাজার ৫০টি ও এমএলআরএস আছে ৭৭৫টি। অর্থাৎ সড়ক প্রতিরক্ষায়ও তেহরানের চেয়ে বেশ এগিয়ে ইসলামাবাদ।

এদিকে পাকিস্তানের নৌবহরে মোট সরঞ্জাম আছে ১১৪টি। এর মধ্যে জাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ আছে দুটি, সাবমেরিন আটটি ও টহল জাহাজ আছে ৬৯টি। অন্যদিকে, ইরানের নৌবহরে মোট যুদ্ধের সরঞ্জাম আছে ১০১টি। এর মধ্যে দেশটির সাবমেরিন আছে ১৯টি ও টহল জাহাজ আছে ২১টি। তবে তেহরানের কোনো জাহাজবিধ্বংসী যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বহনকারী জাহাজ নেই। 

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের মতে, পাকিস্তানের কাছে ১৬৫টি পারমাণবিক অস্ত্র আছে; যা ফাইটার জেট ও মিসাইলের মাধ্যমে নিক্ষেপ করা যায়। আর পারমাণবিক বোমার মালিক দেশগুলোর নতুন সদস্য ইরান। যদিও তেহরানের দাবি, তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই।

সূত্র: এনডিটিভি  

এইচআ/ আই. কে. জে/  


সামরিক শক্তি পাকিস্তান-ইরান সীমান্ত উত্তেজনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন