রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

পানির তীব্র সংকট দিল্লিতে, অপচয় করলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় দিনে দুবারও পানি সরবরাহ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতিশী। এছাড়া পানি অপচয়কারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ভারতের দিল্লি। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানিসংকট। অনেক এলাকার বাসিন্দা পানির জন্য হাহাকার করছেন। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে না কিছু কিছু এলাকায়।

এ অবস্থায় পানি ব্যবহারে আরো হিসেবি হওয়ার আহ্বান জানিয়ে দিল্লির বাসিন্দাদের উদ্দেশে রাজ্যের পানিমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় দিনে দুবার পানি পাওয়া যায়, তারা এখন দিনে একবার পাবে। এ কঠিন সময়ে সবার সহযোগিতা চাই।’

আরো পড়ুন: ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

চলমান পরিস্থিতিতে পানি অপচয়কারীদের ওপর জরিমানা করা হবে বলে জানিয়েছে পানি কর্তৃপক্ষ। পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাংক থেকে পানি উপচেপড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণকাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে জানিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে দুই হাজার রুপি জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।

 এরই মধ্যে পানির অপচয় রোধে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছেন পানিমন্ত্রী। এ দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কিনা খতিয়ে দেখবে।

 এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ, চলতি মাসে দিল্লিকে তার ভাগের পানি দিচ্ছে না হরিয়ানা সরকার। গত ১লা মে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ৬৭৪.৫ ফিট, এখন তা কমে ৬৬৯.৮ ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশকিছু এলাকায় পানিসংকট দেখা দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/


জরিমানা দিল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250