সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’-এমন স্লোগানে অমর একুশে বইমেলায় চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। অন্যান্য বছরের মতো এবারও মেলার শুরু থেকে শেষ দিন পর্যন্ত চলবে ডিএমপির এ স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম। মেলার প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর বামদিকে তাকালেই চোখে পড়বে রক্তদান ক্যাম্প।

আরো পড়ুন : জার্মানির মিউনিখের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে.এন.রায় নিয়তি জানান, ডিএমপির স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রটিতে যে কেউ স্বেচ্ছায় তাদের রক্তদান করতে পারেন। রক্তদান কর্মসূচির আওতায় শুধু রক্তদানই নয়, এখানে সংগৃহীত রক্ত পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মুমূর্ষু রোগীর প্রয়োজনে। তাছাড়া, যাদের রক্তের প্রয়োজন তারাও এখানে এসে বিনামূল্যে রক্ত নিয়ে যেতে পারবেন। বইমেলায় আসা দর্শনার্থীদের মধ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন স্বেচ্ছায় রক্ত দিতে আসেন। তবে বন্ধের দিনগুলোতে আরও বেশি, এ দিনগুলোতে রক্তদাতার সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়।

ডিএমপি জানিয়েছে, এসআই সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য প্রতিদিন স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রে দায়িত্ব পালন করে থাকেন। তারা রক্তদান কেন্দ্রে প্রবেশের পর প্রথমে রক্তদাতার তথ্য নেন। রক্ত দেওয়ার পর রক্তদাতাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্লাড ব্যাংকের একটি মেম্বারশিপ কার্ড দেওয়া হয়, যাতে পরবর্তীতে রক্তের প্রয়োজন হলে যেকোনো সময় পুলিশ ব্লাড ব্যাংক থেকে ফ্রি রক্ত পেতে পারেন।

 এস/ আই.কে.জে/ 

একুশে বইমেলা স্বেচ্ছায় রক্তদান

খবরটি শেয়ার করুন