রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা *** রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস সরবরাহের দাবি নিয়ে যে ব্যাখ্যা দিল আইএসপিআর *** শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ *** অন্তর্বর্তী সরকার কী আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের *** তৃতীয় লিঙ্গের নেহা নামে ভারতে দুই দশক, তিনি ‘বাংলাদেশের আব্দুল’ *** আমি বর্তমানেই আছি, আপনারা নেই: সাংবাদিকদের লিটন

উদ্বেগ দূর করে সফেদা, আরো যত উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সফেদা উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধী একটি ফল। এটিকে বলা হয় 'প্রাকৃতিক পুষ্টির দোকান'। সফেদা শর্করা, আমিষ, ভিটামিন, ফলেট, ক্যালসিয়াম, আয়রন মিলিগ্রাম, ম্যাগনেসিয়া, ফসফরা, পটাশিয়াম, সোডিয়াম, ও জিংকের সমৃদ্ধ উৎস।

গরমকালের ফল সফেদা শরীর ও মনের জন্য উপকারী এক ফল। শারীরিক শক্তির অসীম উৎস এই সফেদা। এটি খেতে পারেন ব্লেন্ডারে জুস বানিয়েও। আসুন জেনে নেওয়া যাক সফেদার আরও কিছু গুণাগুণ:

চোখ ভালো রাখে

চোখের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভিটামিন-এ’র সমৃদ্ধ উৎস সফেদা। নিয়মিত ফলটি খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে।

মন ভালো করে সফেদা

সফেদায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে। সফেদা খেলে মানসিক চাপ ও উদ্বেগ দূর হয়। সফেদা ফলের স্নায়ু শান্ত করার অসাধারণ এক ক্ষমতা আছে।

কোষ্ঠকাঠিন্য দূর করে

সফেদায় রয়েছে প্রয়োজনীয় আঁশ জাতীয় উপাদান, যা উপকারি প্রাকৃতিক ল্যাক্সাটিভিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং হজমে সহায়তা করে। হজমের সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিতে পারে সফেদা।

ক্যান্সার প্রতিরোধ করে 

অ্যান্টিঅক্সিডেন্ট, আঁশ ও নানা পুষ্টি উপাদানের অন্যতম উৎস সফেদা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এ ক্যান্সারগুলোর মধ্যে রয়েছে- ফুসফুসের ক্যান্সার, মুখ-গহ্বরের ক্যান্সার ইত্যাদি।

হাড় মজবুত করে

গ্রীষ্মকালীন এই ফল হাড়ের জন্য ভালো। হাড়কে মজবুত করার পাশাপাশি শক্তিশালী করে সফেদা। কারণ, এ ফলে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান, যা হাড়ের ঘনত্ব ও সহনক্ষমতা বাড়ায়।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সফেদা ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যা শরীরকে পুনরুজ্জীবিত করে এবং নবশক্তি সঞ্চার করে। ফলে, ত্বকে বলিরেখা পড়ে না এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কিডনি ভালো রাখে

কিডনি ভালো রাখেতে সাহায্য করে সফেদা। মূত্রবর্ধক ওষুধ হিসেবে সফেদার দানা অত্যন্ত কার্যকর। কিডনি ও মূত্রথলির পাথর অপসারণে সাহায্য করে এই ফল।

ফুসফুসের জন্য দরকারি

শরীরের কোষের ক্ষতিসাধন প্রতিরোধ করতে সাহায্য করে। নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠাণ্ডা লাগার সমস্যা কমে যায়। শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং ফুসফুস ভালো রাখে।

জে.এস/

সফেদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন