সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মেসি ম্যাজিকে উড়ছে মায়ামি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি কথা সবারই জানা, রাজা যেখানেই যান না কেন তিনি সবখানেই রাজা। এই কথাটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জন্য খুব বেশি প্রযোজ্য। প্রবল প্রতাপের সঙ্গে দুই দশক ইউরোপের ফুটবলে রাজত্ব করার পর তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে। ইউরোপের মতো সেখানেও ঠিকই রাজার মতোই খেলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। আর তার আগমনে যেন বদলে গেছে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসি মেজর লিগ সকারে তার জাদু দেখিয়ে চলছেন আর তার এই জাদুতে ইন্টার মায়ামিও রীতিমতো উড়ছে।

মাঠের ফুটবলে লিওনেল মেসির কল্যাণে দারুণ সময় পার করছে ইন্টার মায়ামি। মেসি না খেলায় যে দল জিততে ভুলে গিয়েছিল সেই দলই এখন মেসির ফেরায় কোনো প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছে না।

ন্যাশভিলে এফসির পর মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামির শিকার নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। আগের ম্যাচের মতো এই ম্যাচেও মেসি-সুয়ারেজদের সামনে দাড়াতেই পারেনি প্রতিপক্ষ।

রোববার (২৮শে এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে জিলেট স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচটিতে মেসি দুই ও সুয়ারেজ করেন একটি গোল। অবশ্য ম্যাচ শুরুর আগে এই ম্যাচে মেসি-সুয়ারেজ খেলবেন কি না এই নিয়ে সন্দেহ ছিল। কারণ কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজন করা হয়েছিল।

আরো পড়ুন : চিতাবাঘের আক্রমণ থেকে তারকা ক্রিকেটারকে বাঁচাল পোষা কুকুর

অবশ্য ম্যাচটিতে মায়ামির জালে প্রথম মিনিটেই গোল করেন বসেন নিউ ইংল্যান্ডের ফরোয়ার্ড টমাস কানচেলে। তবে শুরুতেই পিছিয়ে পড়ে দমে যায়নি মায়ামি। টানা আক্রমণে ম্যাচের ৩২তম মিনিটে মেসির দুর্দান্ত গোলে সমতায় ফিরে দলটি। ডানপ্রান্ত থেকে রবার্ট টেলরের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর ঢুকে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতা এনে দেন মেসি। প্রথমার্ধে দুই দলই আর গোল করতে পারে নি।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে মায়ামি। আবারও মায়ামির তালিসমান মেসি তার দলকে এগিয়ে দেন। ম্যাচের ৬৭তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে নতুন একটি রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলার।

মেজর সকার লিগে এখন পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন।

২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও দমে যায়নি মায়ামি। ম্যাচের ৮৩ ও ৮৮ মিনিটে যথাক্রমে ক্রেমাশি ও সুয়ারেজের গোলেও ছিল মেসির ভূমিকা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল মায়ামি। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ১ জয়ে তলানীতে অবস্থান নিউ ইংল্যান্ডের।

এস/ আই.কে.জে/

লিওনেল মেসি মায়ামি

খবরটি শেয়ার করুন