শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় সিনিয়রদের চেয়ে তরুণ ক্রিকেটদের সংখ্যা বেশি । এবার ওই তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নাম।

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার (১৬ই জুলাই) দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। স্বশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটাবিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেন তারকা ক্রীড়াবিদরা।

বুধবার (১৭ই জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

এবার ফেসবুকে পোস্ট দিয়ে সে তালিকায় যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’

আরো পড়ুন : এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ

এর আগে আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, ‘শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু না, ঘৃণা।’ এর আগে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার (১৭ই জুলাই) মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করেন। আপাতত জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

আরেক তরুণ ক্রিকেটার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

এস/কেবি


কোটাবিরোধী আন্দোলন মেহেদী হাসান মিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন