বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

রোনালদো বড় সুখবর পেলেন, নিষেধাজ্ঞা বাতিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাতিল হয়েছে  ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা। ফলে আগামী গ্রীষ্মের বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগালের হয়ে মাঠে নামতে পারবেন ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শুরুর দিকে হওয়া বাছাই পর্বে ২–০ গোলে হারের ম্যাচে দারা ও'শের পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। শুরুতে সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে।

তবে ফিফা শাস্তি পর্যালোচনা করে তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে এক বছরের জন্য। ফলে তিন ম্যাচের বদলে কেবল একটি ম্যাচ, ১৬ই নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ, মিস করলেই হলো।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড, এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই শাস্তি কমিয়েছে ফিফা।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, 'পরীক্ষাকালীন যদি ক্রিস্টিয়ানো রোনালদো একই ধরনের বা একই মাত্রার আরেকটি অপরাধে জড়ায়, তাহলে স্থগিত শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা তাকে ভোগ করতে হবে।'

বাছাইপর্বে পাঁচ গোল করে পর্তুগালকে গ্রুপ–এফ এর শীর্ষে তুলে এনে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন রোনালদো। আগামী ৫ই ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ ড্র, যেখানে ৪৮ দল জানতে পারবে কোন গ্রুপে পড়ছে তারা।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250