সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বডিবিল্ডার হতে ৩৯ কয়েন–৩৭ চুম্বক খেলেন!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

বডিবিল্ডিংয়ে জিংক সহায়তা করে—এমন ধারণা থেকে জিংক খাওয়া শুরু করেন ভারতের দিল্লির এক ব্যক্তি। তবে তিনি খাবারের জিংক খাননি, খেয়েছেন কয়েন ও ম্যাগনেট। তাও একটা কিংবা দুটো নয়, ৩৯টি কয়েন ও ৩৭টি ম্যাগনেট।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের জরুরি ওয়ার্ডে ২৬ বছর বয়সী ওই ব্যক্তির অন্ত্রের অপারেশন করা হয়। এরপর চিকিৎসকেরা সেখান থেকে বের করে আনেন ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান চিকিৎসকেরা।

আরো পড়ুন : স্যান্ডউইচ কিনে দেউলিয়া!

গত ১০ দিন ধরেই বমিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। অবস্থা গুরুতর হওয়ায় সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় জরুরী ওয়ার্ডে। তিনি কিছুই খেতে পারছিলেন না।

ওই ব্যক্তির আত্মীয়রা চিকিৎসকদের জানান, কয়েকদিন ধরেই কয়েন ও চুম্বক খাচ্ছেন তিনি। এ ছাড়া তাঁর মানসিক সমস্যাও রয়েছে। এমনকি আগের কয়েকটি এক্স–রে প্রতিবেদনও দেখান।

এক্স–রে প্রতিবেদন দেখেই চমকে যান চিকিৎসকেরা। এরপর অপারেশন করেন দ্রুত। বের করে আনা হয় ৩৯টি কয়েন ও ৩৭টি ম্যাগনেট। এর মধ্যে রয়েছে ১, ২ ও ৩ রুপির পয়সা। তিনি এখন সুস্থ আছেন।

সূত্র : এনডিটিভি

এস/ আই. কে. জে/ 

বডিবিল্ডার

খবরটি শেয়ার করুন