সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেসব লক্ষণে বুঝবেন ডেঙ্গু হয়েছে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এই মশা জন্মায়। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। ডেঙ্গু জ্বরকে প্রথমে বেশিরভাগ মানুষই সাধারণ জ্বর ভেবে ভুল করে থাকেন। কিন্তু এর লক্ষণ আগে থেকেই জানা থাকলে চিনতে পারা সহজ হয়।

প্রচণ্ড জ্বর

ডেঙ্গু জ্বরের শুরুতে হালকা জ্বর থাকলেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর জ্বর ১০০ ডিগ্রির ওপরে উঠে যায়। সেইসঙ্গে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। রক্ত পড়তে পারে প্রস্রাব ও মলের সঙ্গে। এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শরীরের ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ব্যথা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে খুব বেশি ব্যথা হলে সতর্ক হোন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো পেশী ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হওয়া। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করবেন না।

আরো পড়ুন : ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী

পেট ব্যথা

জ্বরের পাশাপাশি পেটে ব্যথা হলে সতর্ক হোন। কারণ ডেঙ্গুজ্বর হলে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। এই জ্বরে আক্রান্ত হলে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব হতে পারে। এই ব্যথা যে ডেঙ্গুর কারণে হচ্ছে তা অনেকে বুঝতে পারেন না। তাই জ্বরের সঙ্গে সঙ্গে পেট ব্যথা হলে একদমই অবহেলা করবেন না।

রক্তপাত

ডেঙ্গুজ্বর হলে রক্তপাত সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে শরীরে  ছোট ছোট দাগ বা লালচে দাগ দেখাতে পারে। অনেক সময় ত্বক, নাক এমনকী মাড়ি থেকেও রক্তপাত হতে পারে। শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

অনবরত মাথাব্যথা

যদি জ্বরের পাশাপাশি আপনার মাথাব্যথা চলতেই থাকে তবে একদমই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক পরীক্ষার মাধ্যমে তখন ডেঙ্গু নির্ণয় করা সহজ হবে। এছাড়া ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। এসময় চোখের পেছনে অস্বস্তিকর ব্যথা হতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না।

এস/  আই.কে.জে

ডেঙ্গু স্বাস্থ্য পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন