শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

মানুষের চেয়ে বেশি মানসিক সমর্থন দেয় কুকুর: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মানসিক সমর্থন দেয় পোষা কুকুর। এমনটাই বলছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের কুকুরকে শুধু ‘পোষা প্রাণী’ হিসেবে নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু, সন্তানের মতো আদরের বা একান্ত নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে দেখেন।

গবেষণায় দেখা গেছে, মানসিক সমর্থনের দিক থেকে কুকুর অনেক সময়ই মানুষের চেয়ে এগিয়ে। গবেষণাটি মানুষের সম্পর্কের জন্য ব্যবহৃত বহুমাত্রিক সামাজিক সহায়তা মডেল প্রয়োগ করে কুকুর-মালিক সম্পর্ক বিশ্লেষণ করেছে।

গবেষকেরা বলেন, কুকুর এমন এক সঙ্গী, যাদের মানুষ যেমন সহজেই আপন করে নিতে পারে, তেমনি তাদের থেকে সামাজিক মূল্যায়নের ভয় থাকে না। এ কারণে তাদের ‘অপ্টিমালি ডিসক্রিপ্যান্ট সোশ্যাল আদার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অনেক মালিকই কুকুরকে ‘পরিবার’, ‘সেরা বন্ধু’ বা ‘সন্তান’ বলে থাকেন। তবে এ লেবেলগুলো আসল সম্পর্কের জটিলতা তুলে ধরে না।

গবেষকদের মতে, সম্পর্ক বিশ্লেষণের জন্য অ্যাটাচমেন্ট থিওরি বা ‘আনুগত্য তত্ত্ব’ ব্যবহার করা হলেও, তা যথেষ্ট নয়। বরং সম্পর্কের বাস্তবিক রূপরেখা বোঝাতে প্রয়োজন একটি বহুমাত্রিক বিশ্লেষণ কাঠামো

গবেষণাটি দুই ধাপে পরিচালিত হয়েছে—২০১১–২০১৩ এবং ২০২২–২০২৩ সালে। এ গবেষণায় অংশগ্রহণ করে মোট ৭১৭ জন কুকুর-মালিকের জোড়। এর মধ্যে ছিল সঙ্গ, যত্ন, ঘনিষ্ঠতা ও ক্ষমতার ভারসাম্য।

অংশগ্রহণকারীরা ‘নেটওয়ার্ক অব রিলেশনশিপ ইনভেনটরি–সোশ্যাল প্রভিশন ভার্সন (এনআরআই–এসপিভি) নামক স্কেলের ভিত্তিতে তাদের প্রিয় কুকুর ও চারজন ঘনিষ্ঠ মানুষের (সন্তান, রোমান্টিক সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়) সঙ্গে সম্পর্ক মূল্যায়নে ১৩টি মাত্রা বিশ্লেষণ করেন।

প্রশ্নগুলো কুকুরের ক্ষেত্রে প্রয়োগোপযোগী করে সংশোধন করা হয়েছিল। তবে গবেষণার অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী, যা ফলাফলকে কিছুটা পক্ষপাতপূর্ণ করতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250