বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

চীনা রাষ্ট্রদূতকে তলব জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চীনা সামরিক বিমান জাপানি যুদ্ধবিমানের ওপর রাডার লক করার পর, চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী  সানায়ে তাকাইচি তাইওয়ানের সমর্থনে মন্তব্য করার পর, এই ঘটনা প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। খবর এএফপির।

গত মাসে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, জাপান স্বায়ত্তশাসিত দ্বীপে চীনের যে কোনো হামলার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপ করবে। দ্বীপটি চীন নিজের বলে দাবি করে এবং জবরদস্তি দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।

জাপানের তথ্য অনুযায়ী, চীনের লিয়াওনিং বিমানবাহিনীর জে-১৫ যুদ্ধবিমান শনিবার (৬ই ডিসেম্বর) ওকিনাওয়ার নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় জাপানি বিমানগুলোর ওপর দুইবার রাডার লক করেছে।

এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হননি। তবে এই প্রথমবারের মতো জাপান এমন কোনো ঘটনা প্রকাশ করেছে।

লক্ষ্যবস্তু শনাক্তকরণের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য যুদ্ধবিমানগুলোতে আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের রাডার ব্যবহার করে থাকে।

চীনের নৌবাহিনী জানিয়েছে, জাপানি বিমানগুলো ‘বারবার চীনা নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকার কাছে এসে সমস্যা সৃষ্টি করেছে, যা চীনা পক্ষের স্বাভাবিক প্রশিক্ষণকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং বিমানের নিরাপত্তাকে চরমভাবে বিপন্ন করেছে।’

এক বিবৃতিতে আরো বলা হয়েছে, টোকিওর দাবি, ‘সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ’ এবং জাপানকে ‘যথাযথভাবে অবিলম্বে অপবাদ ও কটূক্তি’ বন্ধ করতে হবে।

উপপররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি সোমবার (৮ই ডিসেম্বর) চীনের রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করেন এবং ‘এই ধরনের বিপজ্জনক কাজ অত্যন্ত দুঃখজনক’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জে.এস/

চীন-জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250