শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ডাবের আইসক্রিম!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আইসক্রিম খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। আবার তা যদি হয় ডাবের, তাহলে তো কোনো কথাই নেই। এটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ডাবের আইসক্রিম। চলুন জেনে নিই রেসিপি-  

উপকরণ-

হুইপড ক্রিম ১ কাপ,

ডাবের পানি ১ কাপ,

ডাবের শাঁস ৩টি ডাবের,

গুঁড়া চিনি ২ টেবিল চামচ,

কনডেন্সড মিল্ক আধা কাপ।

আরো পড়ুন : সুজির রেইনবো হালুয়া

প্রণালি-

প্রথমে ক্রিম ভালোভাবে বিট করে নিন। যতক্ষণ না নরম চূড়া তৈরি হচ্ছে। ডাবের শাঁস থেকে কিছুটা পরিমাণ সরিয়ে রেখে বাকি শাঁসটা একটি ব্লেন্ডারে ডাবের পানিসহ ব্লেন্ড করে নিন। ডাবের শাঁসের বাকি অংশটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার বিট করে রাখা হুইপড ক্রিমে গুঁড়া চিনি মেশান। এরপর তাতে কনডেন্সড মিল্ক মেশান।

ব্লেন্ড করে রাখা ডাবের পানি আর শাঁসের মিশ্রণ ক্রিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এতে ডাবের কুচি মিশিয়ে নিন। এরপর এটা যেকোনো ঢাকনাওয়ালা বাটিতে ঢেলে ফ্রিজে ছয়-সাত ঘণ্টার জন্য বা সারা রাত জমতে দিন। বাটির আইসক্রিম দুই ঘণ্টা পরপর (দুই-তিনবার) একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে বরফ না জমতে পারে। ৭–৮ ঘণ্টা পর আইসক্রিম পুরো জমে গেলে ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি ডাবের আইসক্রিম

খবরটি শেয়ার করুন