ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার দেশে আবারও মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, আমেরিকার আদালত যদি তার ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে, তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে। সিএনএনের খবর থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন যে, তার তত্ত্বাবধানে আমেরিকার অর্থনীতি বিকশিত হচ্ছে। তবে তিনি গত শুক্রবার (৮ই আগস্ট) সতর্ক করে বলেন, আদালত যদি প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের বিষয়টির ন্যায্যতা দেওয়ার জরুরি ক্ষমতার ব্যবহার বাতিল করে, তাহলে ১৯২৯-এর মতো অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে বলেন, ‘যদি এই শেষ মুহূর্তে কোনো কট্টর বাম আদালত আমাদের বিরুদ্ধে রায় দেয়, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ সৃষ্টি ও প্রভাবকে ধ্বংস বা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে এই বিপুল অর্থ ফেরত দেওয়া বা সম্মান রক্ষা করা অসম্ভব হবে। এটি আবারও ১৯২৯-এর মতো মহামন্দার সৃষ্টি করবে!’
খবরটি শেয়ার করুন