ছবি: রয়টার্স
যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা নেতারা। গতকাল বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে ২৬টি দেশ। খবর রয়টার্সের।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা দিতে আগ্রহ দেখানো দেশগুলোকে একত্রে ‘কোয়ালিশন অব উইলিং’ বলা হচ্ছে। বৃহস্পতিবার এই দেশগুলোর ৩৫ নেতা জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। ইউরোপের বড় দেশগুলো ছাড়াও তাদের মধ্যে ছিলেন কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেশটিতে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে ২৬টি দেশ। তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।
নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনরায় গড়ে তোলা এবং শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তার প্রচেষ্টায় জার্মানি ও অন্যান্য দেশ যুক্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন