সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে খোশ গল্পে মত্ত সি–পুতিন–মোদি, জ্বলছেন কী ট্রাম্প *** পুতিনের অপেক্ষায় ভারতের ১৪০ কোটি মানুষ: মোদি *** দোন্নারুম্মা সিটিতে, ইউনাইটেডে ল্যামেন্স, এদেরসন ফেনারবাচেতে *** ‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : আমেরিকান দূতকে সিইসি *** জাতীয় পার্টিকে নিষিদ্ধের প্রশ্নে বিএনপির দ্বিমত কেন? *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের *** চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু *** আজই তাহলে সিরিজ বাংলাদেশের, খেলা দেখবেন কোথায় *** ১৬০০ বছর আগেও ছিল বৃদ্ধাশ্রম, সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকেরা *** আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান

দোন্নারুম্মা সিটিতে, ইউনাইটেডে ল্যামেন্স, এদেরসন ফেনারবাচেতে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আর কয়েক ঘণ্টা পরই শেষ হতে যাচ্ছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো। এর আগে শেষ মুহূর্তে দল গোছাতে ব্যস্ত ইউরোপের ফুটবল ক্লাবগুলো। শেষদিকে এসে আলোচনা বেশি হচ্ছে ম্যানচেস্টারের দুই ক্লাবের গোলরক্ষক এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির গোলরক্ষক নিয়ে। 

ডেডলাইন ডেতে  গোলপোস্টে স্থিতি ফেরাতে নতুন গোলরক্ষক ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেলজিয়ান গোলরক্ষক সেনে ল্যামেন্সকে রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে আনতে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি। প্রাথমিকভাবে ২১ মিলিয়ন ইউরো (১৮.১ মিলিয়ন পাউন্ড) ট্রান্সফার ফি'র সঙ্গে থাকবে বিভিন্ন শর্তভিত্তিক অ্যাড-অনও।

২৩ বছর বয়সী ল্যামেন্স যাচ্ছেন ম্যানচেস্টারে, যেখানে তিনি পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে গেল অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রতি ইউনাইটেডের আগ্রহ।

এছাড়া ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে চমক দেখিয়ে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা যাচ্ছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। ফরাসি ক্লাব পিএসজি'র সঙ্গে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৪১ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তিতে নাকি দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে—এমনটাই জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

২৬ বছর বয়সী জিয়ানলুইজি দোন্নারুম্মা পিএসজি থেকে বিদায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অনেক দিন ধরেই। গত মৌসুমে দলের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন মৌসুমে তাকে আর পরিকল্পনায় রাখেনি ক্লাব। লিল থেকে তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভেড়ানোর পর কোচ লুইস এনরিকে স্পষ্ট জানিয়ে দেন, এ মৌসুমে তার প্রথম পছন্দ হবেন ফরাসি এই কিপারই।

তুরস্কের জায়ান্ট ফেনারবাচে আনুষ্ঠানিকভাবে এদেরসনকে দলে ভিড়িয়েছে ১৩–১৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৪০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন তিনি, এরপরের সাত বছরে পেপ গার্দিওলার সবচেয়ে নির্ভরযোগ্য সেনানিদের একজন হয়ে ওঠেন। আকাশি নীল জার্সিতে ৩৭২ ম্যাচে ১৬৮টি ক্লিন শিট রেখে প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন সেরাদের তালিকায়।

জিয়ানলুইজি দোন্নারুম্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন