ছবি - সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে খাবারের দাম কমেছে। কয়েকটি খাবারের দাম ৫ থেকে ১৫ টাকা কমিয়ে এবং অস্বাস্থ্যকর ও বেশি দামের কারণে কয়েকটি খাবার বাদ দিয়ে নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হয়েছে।
রোববার (১লা সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে গিয়ে দেখা গেছে নতুন মূল্য তালিকা।
রং চা ৬ টাকা, দুধ চা ৭ টাকা, সন্দেশ ১৫ টাকা, পাটিসাপটা ২০ টাকা, সিঙ্গারা ছোট, মাঝারি এবং বড় যথাক্রমে ৫, ৮ ও ১০ টাকা, পুডিং ৩০ টাকা, দই ২০ টাকা, মাখন রুটি ২৫ টাকা, কেক ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগের মূল্য তালিকায় রং চা ১০ টাকা, সিংগারা ১০ টাকা, সবজি রোল ১৫ টাকা, সমুচা ১০ টাকা, স্যান্ডউইচ ৬৫ টাকা, শর্মা ৮৫ টাকা, পুডিং ৩৫ টাকা, পাটিসাপটা ২৫ টাকা, মাখন রুটি ৪০ টাকা, রং চা ১০ টাকা, ছানা ছোট ২ টুকরা ৩৫ টাকা, ছোট মিষ্টি প্লেট ৫০ টাকা এবং কেক ১৫ টাকা দাম রাখা হতো। বর্তমান তালিকায় শর্মা, সমুচা, ছোট মিষ্টি বাদ দেওয়া হয়েছে।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন
রোববার (১লা সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে গিয়ে দেখা গেছে নতুন মূল্য তালিকা।
রং চা ৬ টাকা, দুধ চা ৭ টাকা, সন্দেশ ১৫ টাকা, পাটিসাপটা ২০ টাকা, সিঙ্গারা ছোট, মাঝারি এবং বড় যথাক্রমে ৫, ৮ ও ১০ টাকা, পুডিং ৩০ টাকা, দই ২০ টাকা, মাখন রুটি ২৫ টাকা, কেক ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগের মূল্য তালিকায় রং চা ১০ টাকা, সিংগারা ১০ টাকা, সবজি রোল ১৫ টাকা, সমুচা ১০ টাকা, স্যান্ডউইচ ৬৫ টাকা, শর্মা ৮৫ টাকা, পুডিং ৩৫ টাকা, পাটিসাপটা ২৫ টাকা, মাখন রুটি ৪০ টাকা, রং চা ১০ টাকা, ছানা ছোট ২ টুকরা ৩৫ টাকা, ছোট মিষ্টি প্লেট ৫০ টাকা এবং কেক ১৫ টাকা দাম রাখা হতো। বর্তমান তালিকায় শর্মা, সমুচা, ছোট মিষ্টি বাদ দেওয়া হয়েছে।
আই.কে.জে/