সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

খুশি পর্যটন খাতের ব্যবসায়ীরা

পর্যটকে মুখরিত খাগড়াছড়ি, ফিরেছে প্রাণচাঞ্চল্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

পর্যটনের ভরা মৌসুমে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকদের সমাগম। প্রাণচাঞ্চল্য ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট খাতের। ফলে পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে সুদিন ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বৈশ্বিক মহামারি করোনার সময় থেকেই খাগড়াছড়ির পর্যটন খাতে ধস নামতে শুরু করে।

আঞ্চলিক সমস্যাসহ নানান কারণে মাঝেমধ্যে বন্ধ হয়ে যায় পর্যটন স্পটগুলো। পর্যটকের অভাবে লোকসান গুণতে থাকেন ব্যবসায়ীরা। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাহাড়ের পর্যটনকেন্দ্রিক সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম।

খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলাপরিষদ পার্ক ঘুরে দেখা যায়, পর্যটকে ভরপুর। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। তবে খাগড়াছড়ি ভ্রমণে আসা অধিকাংশ পর্যটক মূলত সাজেক পর্যটন স্পটে বেড়াতে আসেন। খাগড়াছড়িতে হাতে গোণা কয়েকটি পর্যটন স্পট হওয়ায় সাজেক আসা যাওয়ার ফাঁকে অন্যান্য স্পটগুলো থেকে ঘুরে যান পর্যটকরা।

পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, খাগড়াছড়িতে সরকারি-বেসরকারি উদ্যোগে নিত্যনতুন পর্যটন স্পট তৈরি করা প্রয়োজন। বিশেষ করে কমিউনিটি ট্যুরিজম, ইকো-ট্যুরিজমের পাশাপাশি আধুনিকতার মিশেলে তৈরি করতে হবে এসব স্পট। এতে কর্মসংস্থানের পাশাপাশি পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটবে।

আলুটিলা পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী পরিতোষ ত্রিপুরা বলেন, আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকের আসা-যাওয়া বেড়েছে। আগের তুলনায় বেচা-বিক্রি ভালো হচ্ছে। সামনে শিক্ষার্থীদের স্কুল বন্ধ হবে। পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবে। প্রত্যাশা করছেন আরো বাড়বে পর্যটক।

জেলা পরিষদ হর্টিকালচার পার্কের দোকানী খুমালি ত্রিপুরা জানান, গত বেশ কয়েকদিন আগে বেচা-বিক্রি ছিল না; সারাদিন অলস বসে থাকতে হতো। এখন পর্যটক বাড়ছে, বেচা-বিক্রিও বাড়ছে। সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টুরিস্ট গাড়ি চালক আব্দুল জলিল বলেন, পর্যটক বৃদ্ধি পাওয়ায় কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। পর্যটক না থাকলে বেকার হয়ে পড়েন গাড়িচালক এবং সহকারীরা।

মনটানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. রুবেল পারভেজ বলেন, সাজেকে পর্যটক বেড়েছে। তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় কিছুটা কম রয়েছে। বেশিরভাগ গাড়ি খাগড়াছড়ির দীঘিনালায় চলে যাওয়ায় খাগড়াছড়ি সদর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য কমে যাচ্ছে।

অরণ্য বিলাশের ব্যবস্থাপক জানান, হোটেলের বুকিং রয়েছে, তবে গত বছরের চেয়ে কিছুটা কম। এ বছর পর্যটকরা সরাসরি দীঘিনালা চলে যাচ্ছে। ফলে খাগড়াছড়ি সদরে রাত্রিযাপন কমে যাচ্ছে পর্যটকদের।

খাগড়াছড়ির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ বলেন, প্রতিদিন খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াত করে ৫০-৬০টি পর্যটকবাহী গাড়ি। ছুটির দিনগুলোতে ৮০-১০০ গাড়ি সাজেক যাতায়াত করছে। সামনে আরো বাড়বে।

আই.কে.জে/ 

খাগড়াছড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন