শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বস্তাভর্তি দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ আটকৃত ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে মুচলেকাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে মে) দুপুর ২টার দিকে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এর আগে বুধবার (২২শে মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজারের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম সিজান কাজী (২৪) ও তার ছোট ভাইয়ের নাম সিয়াম কাজী (১৯)। আটককৃত সিজান কাজী উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক। তারা একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজান কাজীর ছেলে। এসময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

আরো পড়ুন: আলোচিত শাহীনকে নিয়ে যা বললেন তার ভাই 

জানা গেছে, বুধবার রাতে বাউফল উপজেলার কনকদিয়া বাজার এলাকার একটি বাসা থেকে মারামারি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপরাধে ওই ছাত্রলীগ নেতাসহ কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযুক্তদের ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শোণিত কুমার গায়েন গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করে। অপরাধীদের বয়স কম হওয়ায় এবং তারা এই ধরনের কাজ করবে না মর্মে পরিবার অঙ্গীকারপত্র দেওয়ায় তাদের সংশোধনের জন্য ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিষয়ে জানতে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর কার্যালয়ে গেলে তিনি মন্তব্য করবেন না জানিয়ে অফিস ত্যাগ করেন।

এইচআ/  

আটক ছাত্রলীগ নেতা

খবরটি শেয়ার করুন