শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো শিশু ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুর (৯) খুনের ঘটনায় ধর্ষক ও ঘাতককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (পহেলা মে) বেলা ১১টার দিকে কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। 

এর আগে মঙ্গলবার (৩০শে এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজার এলাকা থেকে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম ওরফে মফুকে (৩৮) গ্রেফতার করা হয়। মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি একজন মাদকসেবী বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা গণমাধ্যমকে জানান, ভিকটিমের বাবা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং তার মা একজন গৃহিণী। ভিকটিম স্থানীয় সোনালি শিশু শিক্ষা বিদ্যানিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত ছিল। গ্রীষ্মের তাপদাহের কারণে শিশুটির স্কুল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ঘটনার দিন শিশুটি স্কুল থেকে সকল ১১টার দিকেও বাড়ি ফিরে না আসায় তার মা চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, ঝুমুর স্কুল শেষে বাড়ি চলে গেছে।

পরে মা দিশাহারা হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) দায়ের করার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ওইদিন বিকেলে এক ব্যক্তি ভিকটিমের মাকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানান। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত জনৈক ব্যক্তি ভিকটিমের মাসহ অন্যান্য লোকজনদের জানায়, আসামি মফিজুল ইসলাম প্রকাশ মফুকে ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার সময় ঘটনাস্থলের রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় ওঠে আসতে দেখেছেন। এরপর শিশুটির মা ওইদিন রাতেই মফুকে একমাত্র আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মফুকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করেছেন।

প্রসঙ্গত, নিহত শিশু তানজিম সুলতানা ঝুমুর (৯) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে। সোমবার (২৯শে এপ্রিল) সকালে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ (খিলপাড়া) এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়ে ছিল বইখাতাসহ স্কুলব্যাগ ও পোশাক।

এইচআ/ 

আসামি গ্রেফতার শিশু ধর্ষণ

খবরটি শেয়ার করুন