শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

ইমোজি কেন হলুদ রঙেরই হয়, জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনেরভাব প্রকাশ করার জন্য কিংবা  আমাদের আবেগ প্রকাশ করার জন্য শব্দের পরিবর্তে ইমোজি ব্যবহার করে থাকি। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, কেন ইমোজির রঙ হলুদ হয়।

যদিও ইমোজি হলুদ হয়ে যাওয়ার পিছনে কোনও সঠিক উত্তর নেই, তবে এর জন্য বিভিন্ন কারণ দেওয়া হয়েছে। তবে কিছু মানুষ বিশ্বাস করেন যে, ইমোজির রঙ হলুদ, কারণ হলুদ রঙ মানসিক শান্তির প্রতিনিধিত্ব করে এবং এটিই একমাত্র রঙ যা আমাদের চোখে স্পষ্টভাবে দেখা যায়, তাই ইমোজির রঙ হলুদ। এগুলি ছাড়াও, কিছু মানুষ মনে করেন যে, হলুদ রঙটি ত্বকের রঙের সঙ্গে মিলে যায়, তাই ইমোজিগুলি হলুদ রঙের হয়।

আরো পড়ুন : ধীরে ধীরে খেলে কমবে ওজন, পালাবে স্ট্রেস

সুইফ্ট মিডিয়া ইমোজি এবং স্মাইলি নিয়ে একটি গবেষণা চালায়, যার পরে এই রঙ ব্যবহারের পেছনে অনেক কারণ বের হয়ে আসে। সেটিতে বলা হয়েছিল যে, ইমোজির রঙটি ত্বকের রঙের মতো করা হয়েছে। কারণ ইমোজির বেশিরভাগই আবেগ প্রকাশ করে তাই, হাস্যোজ্জ্বল এবং হাসিখুশি মুখ হলুদ মুখের ছবি দেওয়া হয়েছে। স্টিকার এবং বেলুনের আইকনের রঙও হলুদ, যা সুখের প্রতীক। এটিও যুক্তি দেওয়া হয়েছে যে একটি হাস্যোজ্জ্বল মুখ হলুদ পটভূমিতে আরও ভালো দেখায় তাই এই রঙ ব্যবহার করা হয়।

এর পাশাপাশি ওই ইমোজি সম্পর্কিত গবেষণায় এমনটিও বলা হয়েছে যে, এটি একটি মোবাইল এনগেজমেন্ট প্ল্যাটফর্ম। দুবাইয়ের মনোবিজ্ঞানী ডা. সালিহা আফ্রিদি বলেছেন যে, যখনই আমরা আমাদের ভাষার মাধ্যমে আমাদের আবেগগুলি দেখাতে অক্ষম হই, তখন আমরা ইমোজির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি, আমাদের ত্বকের রঙ হলুদ হওয়ায় এই ইমোজিগুলো আমাদের আবেগকে আরও ভালোভাবে প্রকাশ করে।

এস/কেবি

ইমোজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250