শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাইসি স্মরণে সাধারণ পরিষদের নীরবতা পালন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদ এক মিনিট নীরবতা পালন করেছে। বৃহস্পতিবার (২৩শে মে) অধিবেশনে অংশগ্রহণকারীরা নীরবতা পালনের মাধ্যমে রাইসিকে স্মরণ ও শ্রদ্ধা জানান। 

এসময় সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস সাধারণ পরিষদের পক্ষ থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সদস্য দেশগুলোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং চেয়ারপারসনরা রাইসি এবং তার নিহত সফরসঙ্গীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছেন।

আরো পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় প্রভাবশালী মার্কিন সিনেটরের সমর্থন

উজবেকিস্তানের তাসখন্দে ১৯তম সভায় ইরানের হাই কাউন্সিল ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি কাজেম ঘারিবাদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছিল। তখন জাতিসংঘের পতাকাও অর্ধনমিত করা হয়।

জানা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তার সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন।

সূত্র:ইরনা 

এইচআ


সাধারণ পরিষদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন