মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ইরানে আত্মগোপনে থাকা ইসারায়েলি গোয়েন্দাদের ধরতে কঠোর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের শাহরান তেল ডিপো। ছবি: এএফপি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তি দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত শুক্রবার (১৩ই জুন) ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিএনএনের। 

চলমান উত্তেজনার মধ্যে গতকাল সোমবার (১৬ই জুন) দুই বছর আগে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিল যে, যারাই ইসরায়েলকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। এ ছাড়া আজ মঙ্গলবার (১৭ই জুন) ইরানের বিচার বিভাগও জানিয়েছে, এ ধরনের গুপ্তচরবৃত্তির বিচার দ্রুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে নেতানিয়াহু প্রশাসনের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগেও বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এ অভিযোগে শুধু ইস্পাহান থেকেই ৬০ জনকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। তাদের ভাষ্য—সামাজিক মাধ্যমে জায়নবাদী শক্তির পক্ষে পোস্ট করে তারা সমাজের মনস্তাত্ত্বিক নিরাপত্তা ব্যাহত করছেন।

গত শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর ইরান এ গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টেরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিলেন। ইরানের ভেতরে গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি।

এ ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু হয় মূলত শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ার পর। নজিরবিহীন ওই অভিযানের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে অস্ত্র চোরাচালান করে ঢুকিয়েছিলেন। দেশটির ভেতরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার ঘাঁটি তৈরি করা হয়েছিল।

গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে ২০০ কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন, ড্রোন লাঞ্চার ও ড্রোন তৈরির সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরান। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ।

এরপরই নড়েচড়ে বসে ইরান। দেশজুড়ে এখন চলছে ব্যাপক নজরদারি। রাতে টহলে নামানো হয়েছে আধা সামরিক বাহিনী বাসিজকে। এ ছাড়া সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানিয়েছে ইরানি গোয়েন্দা সংস্থা। সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, যারা নিয়ামিত মাস্ক ও চশমা (সানগ্লাস বা কালো চশমা) পরেন, পিকআপ ট্রাক চালান এবং সব সময় সঙ্গে বড় ব্যাগ বহন করেন, পাশাপাশি সামরিক, আবাসিক কিংবা শিল্প এলাকার আশপাশে ভিডিও ধারণ করেন, তাদের প্রতি সতর্ক থাকতে হবে।

সম্প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ নূর নিউজ একটি সতর্কতামূলক পোস্টার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, যেসব ব্যক্তি ‘রাতেও মাস্ক, টুপি বা সানগ্লাস পরেন’, ‘প্রায়ই কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেন’, তাদের সন্দেহের চোখে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

একই পোস্টারে বলা হয়েছে, বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ—যেমন চিৎকার, ধাতব যন্ত্রপাতির শব্দ ও টানা ঠকঠক আওয়াজ শুনতে পেলে সতর্ক থাকতে হবে। যেসব বাড়িতে দিনের বেলায়ও পর্দা টেনে রাখা হয়, তাদের ব্যাপারেও সচেতন হোন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশ কর্তৃক প্রকাশিত এক পোস্টারে সম্প্রতি যারা বাড়িভাড়া দিয়েছেন, তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীদেরও এখন রাস্তায় ছবি তুলতে নিষেধ করেছে সরকার।

গতকাল এক ভিডিওবার্তায় ইরানের পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান ‘বিশ্বাসঘাতকদের’ আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, যারা বুঝতে পেরেছেন যে শত্রুর দ্বারা প্রতারিত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, তাহলে সম্মানজনকভাবে ক্ষমার সুযোগ পেতে পারেন। তবে যারা ধরা পড়বেন, তাদের এমন কঠোর শিক্ষা দেওয়া হবে, যেমন শিক্ষা বর্তমানে জায়নবাদী শত্রুদের দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি হুঁশিয়ার করে বলেছেন, যদি এমন কাউকে ধরা হয়, যিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছেন, তাহলে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

Footer Up 970x250