ছবি: সংগৃহীত
বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিক বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছেন। অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু এখন থেকে তারা বাংলাদেশে আসার ১০ মিনিটের মধ্যেই অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু দেশ আছে, যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। আমরা নতুন যে সিস্টেম করেছি, সেটা হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’
তিনি বলেন, ‘এই ভিসা পেতে বিদেশিরা আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখিয়ে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেমই আজ চালু হলো। এই ভিসার মেয়াদ হবে এক মাস।’
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন