রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাদা রঙের দেয়াল ঘেরা সাদামাটা ছোট্ট একটি হলঘর। ডজনখানেক মা ও স্ত্রী চুপচাপ বসে আছেন সামনের সারিতে। বাবা, ভাই ও বন্ধুরা দাঁড়িয়ে আছেন পেছনের দিকে, দেয়াল ঘেঁষে। সবার চোখ স্থির ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ওই কক্ষের একটি স্ক্রিনের দিকে। সেখানে দেখানো হচ্ছে পচে-গেলে যাওয়া মরদেহের ছবি। এসব দেহাবশেষের কোনো একটি হয়তো তাদেরই এক প্রিয়জনের।

গাজার স্থানীয় কর্তৃপক্ষের আমন্ত্রণে এখানে এসেছে পরিবারগুলো। নিবিষ্টভাবে ছবিগুলো দেখছেন পরিবারের সদস্যরা। এ আশায় যে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে যদি নিখোঁজ স্বজনকে শনাক্ত করা যায়।

মরদেহগুলো সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে হওয়া বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। মরদেহগুলোতে নির্যাতন ও পচনের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। তবে এগুলো ফেরত দেওয়া হয়েছে শনাক্তকরণের কোনো উপায় ছাড়াই। এমনকি মৃত্যুর তারিখ বা স্থানেরও উল্লেখ করা হয়নি।

গাজায় ডিএনএ পরীক্ষার সরঞ্জাম না থাকায় স্বজনদের জন্য তাদের প্রিয়জনকে শনাক্ত করার একমাত্র উপায় হলো পচে-গলে বিকৃত হয়ে যাওয়া মরদেহের ছবি মনোযোগ দিয়ে দেখা। এটি যেমন নিদারুণ যন্ত্রণাভরা এক প্রক্রিয়া, ঠিক তেমনই আর কোনো উপায়ও নেই। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

পচাগলা মরদেহের ছবি দেখে পরিচয়ের সূত্র খুঁজতে থাকা শোকাহত মায়েদের একজন ওয়াফা আল-আলোউল। ৪৫ বছর বয়সী এই নারী বর্তমানে চিকিৎসার জন্য মিসরে রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনাক্ত করার অংশ হিসেবে মরদেহের ছবিগুলো অনলাইনে পরিবারের সদস্যদের জন্য প্রকাশ করেছে। এরপর থেকে তিনি ঘণ্টার পর ঘণ্টা ছবিগুলো দেখছেন।

ওয়াফার ছেলে মোহাম্মদ আল–আলোউল কোনো চিহ্ন পান কি না খুঁজে দেখছেন। গত সেপ্টেম্বরে তার ছেলে নিখোঁজ হয়েছিল। মিডল ইস্ট আই-কে তিনি বলেন, ‘আমি মরদেহগুলোর মধ্যে তার মুখটা খুঁজে বেড়াই।’

হামাসের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরায়েল এখন পর্যন্ত ২৭০ জনের মরদেহ ফেরত দিয়েছে। এসব মরদেহের বেশিরভাগ পচে এতটাই বিকৃত হয়ে গেছে যে, শনাক্ত করার উপায় নেই। কিছু মরদেহের হাত-পা নেই, কিছু ছিল হাতকড়া পরা বা চোখ বাঁধা অবস্থায়। মরদেহগুলোতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

মোহাম্মদের মা বলেন, ‘আমি চুল থেকে হাত, উচ্চতা এবং জুতো—প্রতিটি খুঁটিনাটি মনোযোগ দিয়ে দেখি। আর কেবলই হতাশায় ভেঙে পড়ি। আমার আত্মীয়রা ইসরায়েলের ফেরত দেওয়া মরদেহগুলো খুঁজেছে, কিন্তু তারা তাকে খুঁজে পায়নি।’

গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ায় যে এলাকায় ওয়াফার পরিবার আশ্রয় নিয়েছিল, সেখানে ইসরায়েলি বোমাবর্ষণে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। এরপর গত এপ্রিলে তাকে চিকিৎসার জন্য মিসরে সরিয়ে নেওয়া হয়।

সেই থেকে গাজায় থাকা সন্তানদের সঙ্গে আবার মিলিত হওয়ার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন ওয়াফা। গত সেপ্টেম্বরে তিনি জানতে পারেন, তার বড় ছেলে মোহাম্মদ নিখোঁজ। সদ্য বাস্তুচ্যুত হওয়া পরিবারের জন্য একটি অস্থায়ী আশ্রয় তৈরি করতে কাঠ ও ত্রিপল খুঁজতে বেরিয়েছিল সে। ওয়াফা বলেন, ‘পরিবারের কেউ শেষবারের মতো তাকে সেদিনই দেখেছিল।’

মোহাম্মদের মা বলেন, ‘পরিবারকে রক্ষা করার জন্য কিছু খুঁজতে সে এক আত্মীয়ের সঙ্গে বের হয়েছিল। তারা দুজনই নিখোঁজ হয়ে যায়, আর কখনো ফেরেনি। সেই থেকে আমি বুকভরা কষ্ট নিয়ে বেঁচে আছি।’

গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও পরিবার কোনো খবর পায়নি। আত্মীয়রা সর্বত্র খুঁজেছে—   ভবনে, ধ্বংসস্তূপের নিচে, রাস্তার ধারে—   কিন্তু কোনো চিহ্নই মেলেনি।

ওয়াফা বলেন, ‘কেউ কেউ আমাদের বলেছে, ইসরায়েলি বাহিনী যখন পুরো রাস্তা বুলডোজার দিয়ে সমান করছিল, তখন হয়তো তাকে হত্যা করে বালিচাপা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘হয়তো তার দেহ পুঁতে দেওয়া হয়েছে; হয়তো তাকে নিয়ে যাওয়া হয়েছে। হয়তো সে জীবিত, কোথাও বন্দী আছে।’

ছেলের কথা স্মরণ করে শোকাহত মা বলেন, মোহাম্মদ ছিল শান্ত ও সহজ-সরল। যুদ্ধ শুরুর ঠিক আগে সে হাইস্কুলের পাঠ চুকিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নিয়ে ভাবছিল।

ওয়াফা বলেন, ‘তার পড়াশোনা করে কাটানো রাতগুলো আমার মনে পড়ে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতাম। আমাদের আর্থিক টানাপোড়েন ছিল। তাই সে আমাকে বলেছিল, টিউশনের টাকা জমানোর জন্য সে তার পড়াশোনা পিছিয়ে দেবে।’

এখন ওয়াফার দিন কাটছে নির্যাতিত বন্দীদের আর পচাগলা মরদেহের মধ্যে ছেলের খোঁজে। তিনি আরও বলেন, ‘কীভাবে আমি এমন এক মা হয়ে গেলাম, যে বিকৃত মরদেহগুলোর মধ্যে ছেলেকে খুঁজে পাওয়ার আশা করে। আর শুধু এটা জানার জন্য যে, কোথায় পড়ে আছে সে?’

মোহাম্মদের মা বলেন, ‘আমার স্বপ্ন ছিল গাজার বাইরে তাকে বুকে জড়িয়ে ধরার। আর এখন আমি কেবলই তাকে কবর দেওয়ার সুযোগ চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি।’

ওয়াফার মতো একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে গাজার হাজারো পরিবার। তারা জানে না, তাদের প্রিয়জন নিহত হয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন নাকি ইসরায়েলি বাহিনীর হাতে গুম হয়েছেন।

গাজায় গণহত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250