বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

বার্সেলোনা গুঞ্জন নিয়ে মুখ খুললেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় সম্ভাব্য ট্রান্সফার নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটালেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বায়ার্ন মিউনিখ ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে বাভারিয়ানদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনো কোনো আলোচনাও শুরু হয়নি।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে কেইন স্পষ্ট করে বলেন, 'আমি কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কেউও আমার সঙ্গে যোগাযোগ করেনি। বায়ার্নে এখনকার পরিস্থিতিতে আমি খুবই স্বচ্ছন্দে আছি। যদিও এখনো নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে কোনো কথা হয়নি।'

বায়ার্ন সমর্থকদের আশ্বস্ত করতেই যেন তিনি আরো যোগ করেন, 'কোনো তাড়া নেই। আমি মিউনিখে খুবই সুখী। মাঠে যেভাবে খেলছি, তাতে সেটা বোঝাই যায়। কখনো আলোচনা শুরু হলে তখন দেখা যাবে। তবে আমি এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি না। সামনে আছে গ্রীষ্মের বিশ্বকাপ। এই মৌসুমের পর কিছু বদলানোর সম্ভাবনাও খুব কম।'

তবে কেইনের এই মন্তব্যের মধ্যেও থেমে থাকেনি গুঞ্জন। কারণ বার্সেলোনা নাকি রবার্ট লেভানদোভস্কির পরবর্তী উত্তরসূরি হিসেবে কেনকে নজরে রেখেছে। ৩৮ বছরে পা রাখা লেভানদোভস্কির সঙ্গে মৌসুম শেষে চুক্তি শেষ হচ্ছে, ফলে নির্ভরযোগ্য নতুন 'নম্বর নাইন' খুঁজছে কাতালান ক্লাবটি।

জুলাইয়ে ৩৩ বছরে পা রাখবেন কেইন, তাই তাকে অন্তত তিন–চার মৌসুমের নিশ্চিত স্ট্রাইকার ভাবছে বার্সেলোনা। কেইনের বায়ার্ন চুক্তিতে ৬৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, যা বর্তমান বাজারে তুলনামূলক সাশ্রয়ী।

তবে এই ক্লজ সক্রিয় করার শর্ত হলো, এটি করতে হবে স্বয়ং কেইনকে, এবং জানুয়ারির শেষ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। স্থানীয় কাতালান সংবাদমাধ্যম দাবি করছে, কেইন নাকি বিষয়টি নিয়ে 'ভাবছেন'। যদিও তার সাম্প্রতিক বক্তব্যে বার্সেলোনা বা অন্য কোনো ক্লাবে যাওয়ার ইঙ্গিত নেই।

জে.এস/

হ্যারি কেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250