রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি কমার আভাস দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় যে ভারি বৃষ্টিপাত হচ্ছে তা কমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৬শে আগস্ট) অধিদফতরের এক বিফ্রিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “সোমবারের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আর ভারি বর্ষণের সতর্কবার্তাটা বাড়াতে হবে না।”

গত ১৬ই অগাস্ট থেকে আবহাওয়া অধিদফতর নিয়মিত ভারি বৃষ্টির সতর্কতা জারি করে আসছিল। সবশেষ শনিবার সন্ধ্যায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুই দিনের ভারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

রোববার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হলেও সেটি বাংলাদেশের উপর বিরাজ করছে না বলে জানান হাফিজুর রহমান।

তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এক সতর্কবার্তায়।

সেখানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০কি.মি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে।

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এসি/কেবি

বৃষ্টি আবহাওয়া অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন