রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা *** রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস সরবরাহের দাবি নিয়ে যে ব্যাখ্যা দিল আইএসপিআর *** শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ *** অন্তর্বর্তী সরকার কী আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের *** তৃতীয় লিঙ্গের নেহা নামে ভারতে দুই দশক, তিনি ‘বাংলাদেশের আব্দুল’ *** আমি বর্তমানেই আছি, আপনারা নেই: সাংবাদিকদের লিটন

ত্বক সুন্দর থাকে যেসব অভ্যাসে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

সুন্দর ত্বক কে না চায়? সেজন্য দরকার স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া। ত্বকের যত্ন নিতে কিছু টিপস মেনে চলা জরুরি। তথ্যসূত্র টাইমস অব ইন্ডিয়ার। যেমন-

ত্বক পরিষ্কার করা: রূপ বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ত্বক পরিষ্কার করা অপরিহার্য। যা ত্বককে সতেজ এবং গভীরভাবে পরিষ্কার করে। ত্বকের যত্নে ফেসিয়ালও জরুরি। এতে ত্বকের সব ধরনের ময়লা পরিষ্কার হয়। নিয়মিত ফেসিয়াল করলে ও ত্বক পরিষ্কার রাখলে ব্রণ প্রতিরোধ হয়। ত্বক ভালোভাবে পরিষ্কার না রাখলে অকাল বার্ধক্য দেখা দেয়।

সানস্ক্রিন: ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন খুবই জরুরি। সানস্ক্রিন ত্বককে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বিকিরণ থেকে রক্ষা করে। বৃষ্টি কিংবা মেঘলা দিনেও ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

সুষম খাদ্য গ্রহণ: সঠিক খাদ্য গ্রহণ শরীরে সঠিক পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং পুষ্টি যোগায়। এতে শরীরের পাশাপাশি মনও সুস্থ থাকে।

ধূমপানকে না বলুন: ধূমপান ত্বককে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত করে, যার ফলে ত্বক ফ্যাকাশে দেখায়। প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বয়সের পরে ত্বকে বলিরেখা পড়বে, এটাই স্বাভাবিক। তবে ধূমপায়ীদের অল্প বয়সে এটি হওয়ার প্রবণতা থাকে। ধূমপান ত্বককে পানিশূন্য করে। ফলে ত্বক নিস্তেজ ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

পর্যাপ্ত ঘুম: ঘুমের অভাবে ত্বককে প্রাণহীন দেখায়। ঘুমের অভাবে মুখের চারপাশের ত্বকে রক্ত চলাচল কমে যায়। এজন্য স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য দৈনিক কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।

প্রচুর পানি পান: ত্বকের যত্নে পর্যাপ্ত পানি পানের কোনো বিকল্প নেই। পানি পানে রক্ত ​​প্রবাহ ঠিক থাকে। ফলে ত্বক সুস্থ ও সজীব দেখায়।

সুন্দর, উজ্জ্বল ত্বক সুস্বাস্থ্যের প্রতিফলন। এজন্য শরীর ভালো রাখতে সঠিক খাদ্যভাস ও জীবনযাপন পদ্ধতি মেনে চলা উচিত।

জে.এস/

ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন