শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

যে টিভি চ্যানেলে শুধু প্রতিবন্ধীরাই সাংবাদিকতা করেন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নরওয়েতে প্রতিবন্ধীদের কাজের জন্য একটি টিভি চ্যানেল আছে। এটা পরিচালনা থেকে শুরু করে এতে সাংবাদিকতা করেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা। দেশটিতে এই চ্যানেল এতো জনপ্রিয় হয়ে উঠেছে যে, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও তারকারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন।

টিভি চ্যানেলটির নাম ‘টিভি ব্র', নরওয়েজিয়ান ভাষায় এর অর্থ ‘টিভি গুড’। ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভেগার্ড ল্যোলান্ড একজন সাংবাদিক হিসেবে টিভি ব্র’তে কাজ করেন। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি। হ্যাঁ, আমার ডাউন সিনড্রোম আছে। আমি এটাকে বড় করে দেখি না। আমি আমাকে নিয়ে সৎ থাকি।’

টিভি ব্র'র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কামিলা কালহাইম তার কর্মীদের সততা ও খোলামনের প্রশংসা করেন। তিনি জানান, ‘এমন অনেকে এখানে কাজ করেন, যাদের কোনো প্রশিক্ষণ নেই। অনেকে ভালোমতো পড়তে ও লিখতে পারেন না। তাদেরকে বার্তা ও প্রতিবেদন সাজানোতে সহায়তা করতে হয়। এটা ছাড়া আমরা অন্য যে কোনো টিভি স্টেশনের মতোই পেশাদার। আর এখন আমাদের আরও গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’

নওয়ের সমাজকল্যাণ কর্তৃপক্ষ ল্যোলান্ডকে তিন রুমের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে। সেখানকার রান্নাঘরে আধুনিক চুলাও আছে, যদিও তিনি প্রধানত পিজা খেয়ে থাকেন। লোল্যান্ড বলেন, ‘স্বাধীনভাবে জীবনযাপন করা খুব গুরুত্বপূর্ণ। আমার বয়স ৩৭। আগে অনেকদিন বাবার সঙ্গে থাকতাম। বলতে পারেন, তিনিই আমাকে দেখেশুনে রাখছিলেন।’

কাজে যাওয়ার পথে ল্যোলান্ড নাচের কিছু মুদ্রা দেখান। সাংবাদিক না হলে তিনি নৃত্যশিল্পী হতেন বলে ডয়েচে ভেলেকে জানান।

সম্প্রতি নরওয়ের একটি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টিভি ব্র’তে গিয়েছিল। ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ‘এই টিভির সাংবাদিকেরা তাদের শিক্ষার্থীদের কাছে রোল মডেল। তাদের সবার মোবাইলে টিভি ব্রর অ্যাপ আছে।’

ওই বিদ্যালয়ের শিক্ষিকা ট্রিন হালারাকার বলেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরে যখন নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন আমাদের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হবে টিভি ব্র। অন্য টিভিগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা খুব সমস্যার। আমরা টিভি ব্রর উপর নির্ভর করি।’

প্রধান সম্পাদক কামিলা কালহাইম বলেন, ‘নরওয়েতে আমরা পুরো দেশের দর্শকদের স্বীকৃতি পেতে সমর্থ হয়েছি। এখন অন্য দেশগুলোও আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে। ফলে ভবিষ্যতে আমাদের প্রসার আরও বাড়তে পারে।’

হা.শা./ আই.কে.জে


সাংবাদিকতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন