মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে দেশের বাতাস সবচেয়ে ভালো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বেশির ভাগ দেশের বায়ুই এখন দূষণের শিকার। ২০২৩ সালে নিরাপদ বায়ুর নির্ধারিত মান পূরণ করতে পেরেছে মাত্র সাতটি দেশ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এমন তথ্য দিয়েছে। সারা বিশ্বের ১৩৪টি দেশ ও অঞ্চলের ৩০ হাজারেরও বেশি মনিটরিং স্টেশন থেকে তথ্য নিয়ে এ সপ্তাহে প্রতিবেদনটি প্রকাশ করেছে আইকিউএয়ার।

যে সাতটি দেশের বায়ুর মান নিরাপদ বলে প্রমাণিত হয়েছে সেসব হচ্ছে অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রানাডা, আইসল্যান্ড, মরিশাস ও নিউজিল্যান্ড। এই দেশগুলোর বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা ক্ষতিকর ‘পিএম-২.৫’ কণা ছিল নির্ধারিত সীমার চেয়ে কম। দেশগুলোর প্রতি ঘনমিটার বাতাসে পিএম-২.৫ কণার পরিমাণ ছিল পাঁচ মাইক্রোগ্রামের কম।

এ ছাড়া পুয়ের্তো রিকো, বারমুডা এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার বাতাসও নিরাপদ স্তরের মধ্যেই পড়েছে।

ইউরোপে সবচেয়ে বিশুদ্ধ বায়ু আইসল্যান্ডে। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে পিএম-২.৫ কণার পরিমাণ ৪ মাইক্রোগ্রাম। এস্তোনিয়ায় ৪ দশমিক ৭ মাইক্রোগ্রাম এবং ফিনল্যান্ডের বাতাসে প্রতি ঘনমিটারে পিএম-২.৫-এর পরিমাণ ৪ দশমিক ৯ মাইক্রোগ্রাম।

পিএম-২.৫ হচ্ছে মাইক্রোস্কোপিক কণা, যার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রনের কম। শ্বাস নেওয়ার সময় এই কণা আমাদের ফুসফুসে প্রবেশ করতে পারে, এমনকি আমাদের রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে। হৃদ্‌রোগ এবং ফুসফুসের রোগ, উচ্চ রক্তচাপ, হাঁপানির ঝুঁকি, বিষণ্নতা, উদ্বেগ এবং অকালমৃত্যুর জন্যও দায়ী এই ক্ষতিকর কণা।

পিএম-২.৫ কণার পরিমাণ ৫ থেকে ১০ মাইক্রোগ্রামের মধ্যে ইউরোপের যেসব দেশ রয়েছে সেসব হলো—সুইডেন, আয়ারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, লিচটেনস্টেইন, ডেনমার্ক, ব্রিটেন, অ্যান্ডোরা, লাটভিয়া, ইউক্রেন, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন ও রাশিয়া।

প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের তুলনায় বায়ুর মান উন্নত হয়েছে ইউরোপের শহরগুলোয়। পিএম-২.৫ কণার পরিমাণ ৫ থেকে ১০ মাইক্রোগ্রামের মধ্যে ২০২২ সালে ছিল ইউরোপের ৩৯ শতাংশ শহর। আর ২০২৩ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর বেশির ভাগই দক্ষিণ ও মধ্য এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর ১০টি শহরও এই অঞ্চলেই অবস্থিত। প্রতি ঘনমিটার বাতাসে ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম পিএম-২.৫ কণা নিয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে বাংলাদেশের বাতাসে ক্ষতিকর কণাটির পরিমাণ ১৫ গুণ বেশি।

আরও পড়ুন: প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার স্বীকৃতি দিলো ৪ ইউরোপীয় দেশ

নিরাপদ মানের থেকে ১৪ গুণ বেশি পিএম-২.৫ কণা নিয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় বাংলাদেশের পরের নামটি পাকিস্তান। তৃতীয় অবস্থানে ভারত, সেখানে পিএম-২.৫-এর মাত্রা নিরাপদ মানের ১০ গুণ বেশি।

চতুর্থ এবং পঞ্চম দূষিত দেশ হচ্ছে যথাক্রমে তাজিকিস্তান ও বুরকিনা ফাসো। দুটি দেশেই পিএম-২.৫-এর পরিমাণ নিরাপদ মানের থেকে ৯ গুণ বেশি।

সাম্প্রতিক চিত্রে দেখা গেছে, ধনী ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোতেও বায়ুদূষণ কমানোর অগ্রগতি হুমকির মুখে পড়েছে। কানাডাকে এতকাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর দেশ হিসেবে বিবেচনা করা হতো। গত বছর সেই কানাডায়ও মারাত্মক বায়ুদূষণ দেখা গেছে। আইকিউএয়ারের তথ্যমতে, প্রথমবারের মতো উত্তর আমেরিকার সবচেয়ে দূষিত বাতাসের দেশ এখন কানাডা।

প্রতিবেদনে বলা হয়েছে, বায়দূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এই সংখ্যা সম্মিলিতভাবে এইডস এবং ম্যালেরিয়ার চেয়েও বেশি।

এসকে/ 

বাতাস সবচেয়ে ভালো বায়ুমান পর্যবেক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন