ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থলে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি ছিল খেলনার। পরবর্তীতে সেই ব্যাক্তিকে ছেড়ে দেয় পুলিশ। সোমবার (২৯শে ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে বলেন, শাহবাগে সন্দেহজনক এক ব্যাক্তির ব্যাগ তল্লাশি করে যে অস্ত্রটি পাওয়া গিয়েছিল, সেটি আসলে খেলনা পিস্তল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশ। সোমবার রাত পৌনে আটটার দিকে আরাফাত জামান নামের ওই যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা জানান, তারা অবরোধ কর্মসূচিতে আসা ওই যুবকের পকেটে পিস্তল দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আছাদুজ্জামান বলেন, খেলনা পিস্তলসহ আরাফাত নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, এই খেলনা পিস্তল দিয়ে তিনি লক্ষ্য ঠিক করার অনুশীলন করেন।
পুলিশের ওই পরিদর্শক বলেন, জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না, সেই চেষ্টা করা হচ্ছে।
খবরটি শেয়ার করুন