ছবি - সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৫ অক্টোবর)। স্বাভাবিকভাবেই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। ব্যতিক্রম নয় দেশটির সঙ্গে বৈরী সম্পর্ক থাকা চীনও। চীনের সাধারণ জনগণ অত্যন্ত আগ্রহের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখছেন। অবশ্য তাদের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে।
নির্বাচনে জিতে যে-ই হোয়াইট হাউজে যান না কেন, তারপর দেশে-বিদেশে কী ঘটতে পারে- তা নিয়েই কিছুটা ভয় দেখা যাচ্ছে চীনা নাগরিকদের মধ্যে।
আমাদের মধ্যে কেউই যুদ্ধ দেখতে চাই না, বলছিলেন জিয়াঙ নামের ষাটোর্ধ্ব একজন চীনা নাগরিক। অন্য বয়স্ক সঙ্গীদের সঙ্গে তিনি বেইজিংয়ের রিতান পার্কে নাচ শিখতে এসেছেন। পার্কটি চীনে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে মাত্র কয়েকশ মিটার দূরে। জিয়াঙ ও তার সঙ্গীদের সবাই নিয়মিতভাবেই এখানে নাচ শিখতে আসেন।
পার্কে নাচের নতুন মুদ্রা শেখার পাশাপাশি আসন্ন মার্কিন নির্বাচন নিয়েও আলাপ-আলোচনা করে থাকেন তারা। কারণ এবছর এমন একটি সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন তাইওয়ান ও ব্যবসা-বাণিজ্যসহ আন্তর্জাতিক নানান বিষয় কেন্দ্র করে দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
জিয়াং বলেন, আমরা শান্তি চাই। তবে চীন-মার্কিন সম্পর্কে ক্রমেই টানাপোড়েন বাড়ছে, যা দেখে আমি চিন্তিত।
এ ধরনের আলাপ-আলোচনা শুনতে অনেকেই পার্কটিতে ভিড় জমান। যারা এখানে আলোচনায় অংশ নেন, তাদের বেশিরভাগের মধ্যেই নিজের পুরো নাম বলার ব্যাপারে অনাগ্রহ দেখা যায়। মূলত তারা এমন একটি দেশে বসবাস করেন, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে কথা বলা গেলেও, নিজ দেশের নেতাদের বিষয়ে কথা বলতে ভয় পান অনেকে। কারণ নেতাদের সমালোচনা করে কথা বললে তারা সমস্যায় পড়তে পারেন।
পার্কে একত্রিত হওয়া এসব চীনা নাগরিকরা বলছিলেন যে, তারা যুদ্ধ নিয়ে বেশ চিন্তিত। এর অর্থ এই নয় যে, কেবল ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দ্বন্দ্ব ঘিরেই তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। বরং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে এখন যে যুদ্ধ চলছে, তা আরও তীব্রতর হয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে কি না, তা নিয়েও তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে।
আর সে কারণেই সত্তরের ঘরে পা দেওয়া মেঙ চান যে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করুক। তিনি বলেন, যদিও ট্রাম্প চীনের ওপর অনেকগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন, কিন্তু কোনো যুদ্ধ শুরু করেননি। উল্টো দিকে, জো বাইডেন আরও যুদ্ধ বাঁধিয়েছেন। সে কারণে অনেক সাধারণ মানুষ তাকে অপছন্দ করে।
মেঙের ভাষ্য, বাইডেনই ইউক্রেন যুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছেন। আর এই যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেন- উভয় দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
পাশেই কয়েকজন নারী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য নাচের ভিডিও ধারণ করছিলেন। তাদের একজন বলেন, নির্বাচনী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি ক্ষমতা এলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন।
ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস সম্পর্কে মতামত জানতে চাইলে তিনি বলেন, হ্যারিস সম্পর্কে আমি খুব বেশি জানি না। আমরা মনে করি, তিনি নির্বাচনে জয়লাভ করলে যুদ্ধে সমর্থন দেওয়া বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের দেখানো পথেই হাঁটবেন।
ঠিক এরকম বার্তা দিয়েই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণা চালানো হয়েছে, যা এখন দেশটির নাগরিকদের কণ্ঠেও প্রতিধ্বনিত হতে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের জনগণকে ‘আরবীয় ভাই’ বর্ণনা করে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। সেই সঙ্গে, যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মকভাবে সমর্থন ও সহযোগিতা করার কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করতেও দ্বিধা করেনি চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই জাতিসংঘকে জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে তারা ‘গঠনমূলক ভূমিকা’ পালন করছে। অন্যদিকে, পরিস্থিতির সুযোগ নিয়ে ওয়াশিংটন নিজের স্বার্থসিদ্ধি করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
যদিও বিশ্লেষকদের বেশিরভাগই মনে করেন, আসন্ন মার্কিন নির্বাচনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে ঢুকবেন, সে বিষয়ে বেইজিংয়ের কোনো সুনির্দিষ্ট পছন্দ-অপছন্দ নেই। তারপরও অনেকে এ বিষয়ে একমত হবেন যে, ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস সম্পর্কে চীনের সাধারণ জনগণ, এমনকি নেতারাও খুব বেশি কিছু জানেন না।
তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তাইওয়ানের মতো বড় ইস্যুর ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হ্যারিসের অবস্থান বেশি স্থিতিশীল হবে বলে মনে করেন কেউ কেউ।
রিতান পার্কে আসা আরেক চীনা নাগরিক বলেন, আমি ট্রাম্পকে পছন্দ করি না। আমি এটাও মনে করি না যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের ভালো কোনো ভবিষ্যৎ আছে। অনেক সমস্যা রয়েছে। সেগুলোর মধ্যে বৈশ্বিক অর্থনীতির বিষয় যেমন রয়েছে, তেমনি রয়েছে তাইওয়ান সমস্যাও।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তাইওয়ান কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ শেষ পর্যন্ত সংঘাতে রূপ নিতে পারে। কিন্তু আমি এই সংঘাত চাই না। আমি চাই না যে, আমার ছেলে যুদ্ধের কারণে সামরিক বাহিনীতে যোগদান করুক।
স্বশাসিত তাইওয়ানকে চীনের অংশ বলে দাবি করে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের ‘পুনর্মিলন অনিবার্য’। এর জন্য প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
অন্যদিকে, চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখে চলছে যুক্তরাষ্ট্র। এমনকি, দেশটি ‘এক চীন নীতিরও’ বিরোধিতা করেনি। কিন্তু সেটা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রই তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক।
আইন অনুযায়ী, তাইওয়ানকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্র বাধ্য। জো বাইডেন বলেছেন, তার দেশ তাইওয়ানকে সামরিকভাবেও সুরক্ষা দেবে। তবে কমলা হ্যারিস অবশ্য এখন পর্যন্ত এ ধরনের কোনো মন্তব্য করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাইওয়ান নিয়ে প্রশ্ন করা হলে তিনি সব জাতির নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকারের কথা বলেছেন।
অন্যদিকে, তাইওয়ান প্রশ্নে কূটনীতির চেয়ে একটি বিশেষ চুক্তির প্রতিই বেশি জোর দিচ্ছেন ট্রাম্প, যেটির আওতায় সুরক্ষা পেতে হলে তাইপেকে অর্থ ব্যয় করতে হবে। অর্থ প্রদানের জন্য এরই মধ্যে তাইপের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তাইওয়ান আমাদের চিপ ব্যবসা নিয়ে গেছে। আমরা যে কতটা বোকা, সেটা বুঝতে পারছেন? তাইওয়ান খুবই সম্পদশালী। তাইওয়ানের উচিত প্রতিরক্ষার জন্য আমাদেরকে অর্থ দেওয়া।
তবে রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে চীনের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। চীনের ব্যবসায়িরা মোটেও এমনটা চান না। কারণ অর্থনৈতিক মন্দা কাটাতে তারা এখন রফতানির উদ্দেশ্যে পর্যাপ্ত পণ্য তৈরি করার চেষ্টা চালাচ্ছে।
ট্রাম্প অবশ্য গত মেয়াদেই চীনা পণ্যের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন, যা নিয়ে চীনের মন্ত্রীরাও বিভিন্ন সময় কড়া সমালোচনা করেছেন। এরপরও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় নেওয়ার পর চীনের তৈরি বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুৎ প্যানেলের ওপর শুল্ক আরোপ করেছেন।
জিয়াঙ বলেন, বেইজিং বিশ্বাস করে যে, বিশ্বে অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের উত্থান ঠেকানোর জন্য মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই তাদের পণ্যের ওপর শুল্কারোপ করা হচ্ছে। আমি মনে করি না যে, চীনের ওপর এভাবে শুল্কারোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা লাভবান হবে। এই শুল্ক মার্কিন জনগণের ওপরেই বর্তাবে এবং সাধারণ মানুষের খরচ বাড়াবে।
জিয়াঙয়ের এই বক্তব্যের সঙ্গে চীনের অন্য নাগরিকরাও একমত পোষণ করেছেন। চীনের তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের ঘাটতি নেই। তবে এটাও সত্য যে তাদের অনেকেই ফ্যাশন ও ট্রেন্ডস অনুসরণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নজর রাখেন।
রিতান পার্কে ২০ বছর বয়সী লিলি ও তার চেয়ে দুই বছরের বড় আনার সঙ্গে কথা হচ্ছিলো, যারা মূলত টিকটক থেকেই বিভিন্ন বিষয়ে খবরাখবর পেয়ে থাকেন। তাদের কথার মধ্যেও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে ছড়ানো কিছু বার্তা প্রতিধ্বনিত হতে দেখা গেলো।
চীনের জাতীয় পোশাক পরা এক তরুণী বলেন, আমাদের দেশ একটি অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী দেশ। আমরা চীনকে ভালোবাসি। আবার আমরা হলিউডের অ্যাভেঞ্জার্স ও ক্যাপ্টেন আমেরিকারও ভক্ত। এমনকি, মার্কিন গায়িকা টেইলর সুইফটের গানও শুনে থাকেন চীনা তরুণ-তরুণীরা।
পার্কে শরীর চর্চা করতে আসা সতের বছর বয়সী আরেক তরুণী লুসি জানন, পড়াশোনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে চান। সেখানে স্নাতক শেষ করার পর ইউনিভার্সাল স্টুডিও দেখতে যাওয়ার স্বপ্নও রয়েছে তার। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নারীকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেখে তিনি উচ্ছ্বসিত। হ্যারিসের প্রার্থিতা লিঙ্গ সমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও তাকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেখটা উৎসাহব্যাঞ্জক।
গণপ্রজাতন্ত্রী চীনে কখনোই কোনো নারী নেতা দেখা যায়নি। এমনকি, চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে গঠিত ‘পলিটব্যুরো’র বর্তমান ২৪ সদস্যের মধ্যে একজনও নারী নেই।
এই চীনা তরুণী অবশ্য দুই দেশের মধ্যকার তীব্র প্রতিযোগিতার বিষয়টি নিয়ে খানিকটা উদ্বিগ্নও বটে। লুসি মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার সবচেয়ে ভালো উপায় হলো- দেশ দুটির জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো।
সূত্র: বিবিসি বাংলা
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন