সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৩ হাজার বানরের দখলে যে শহর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরটি রীতিমতো ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। এ শহরে আর বিনিয়োগ করছেন না ব্যবসায়ীরা। শহর ছেড়ে গেছেন লোপবুরির বেশির ভাগ বাসিন্দাও। এমন পরিস্থিতিতে হাজার হাজার বানর দখল করে নিয়েছে শহরটি।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, লোববুরি শহরে এখন কমপক্ষে সাড়ে ৩ হাজার বানরের বাস।

পিংয়া শপিং সেন্টারের প্রতিনিধি সুরাচত চানপ্রাসিত বলেন, ‘বানররা প্রায়ই প্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়ে এবং কেনাকাটা করতে আসা গ্রাহকদের হয়রানি করে।’

বেশির সময়েই দোকানের সামনের অংশ ভাঙচুর করে বানরেরা। সেসব মেরামত করতে দোকানমালিকদের আবার অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বাধ্য হয়ে দোকান মালিকেরা ব্যবসা বন্ধ করে শহর ছেড়ে চলে গেছেন।

আরো পড়ুন : যে দেশের রাজার ১৫ জন স্ত্রী

এক সময় বাণিজ্যনগরী হিসেবে পরিচিত ছিল লোপবুরি। এর অর্থনীতির আকার ছিল অন্তত ১০ কোটি বাথ (থাইল্যান্ডের মুদ্রা)। এখন তা ৭ কোটি বাথে নেমে এসেছে। বানরের উৎপাতে স্থানীয়রা শপিং মলে যেতে উৎসাহ পান না। তাই দোকান মালিকেরা ইজারা বাতিল করে চলে যাচ্ছেন। দোকানিদের ধরে রাখতে শপিং মলের মালিকেরা দোকান ভাড়াও কমিয়ে দিয়েছেন। তবু শেষ রক্ষা হচ্ছে না। একের পর এক দোকান ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা।

লোপবুরি চেম্বার অব কমার্স অভিযোগ করে বলেছে, ভবনগুলোর উচ্চতা সীমিত করার আইন এবং ঐতিহ্যগত স্থাপনাগুলো যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই রাখতে গিয়ে বানরের উৎপাত আরও প্রকট হয়ে উঠেছে।

লবি গ্রুপের প্রধান পংসাতর্ন চাইচানাপানিচ বলেন, বাণিজ্য নগরী লোপবুরির অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং পর্যটকদের সংখ্যা বাড়াতে হলে আইন সংশোধন করতে হবে।

কিন্তু বানরের কারণেই এক সময় পর্যটকদের কাছে প্রিয় হয়ে উঠেছিল এ শহর। প্রচুর পর্যটক এ শহরে আসতেন, বানরদের খাওয়াতেন ও সেলফি তুলতেন। এ অঞ্চলে বার্ষিক বানর উৎসবও অনুষ্ঠিত হয়।

এস/ আই.কে.জে/

বানর শহর

খবরটি শেয়ার করুন