মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

মাখোঁ দম্পতির ভাইরাল ভিডিও নিয়ে ট্রাম্পের রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভিয়েতনাম সফরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রসিকতা হয়েছে। এমনকি এ নিয়ে রসিকতা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে নামার আগে ব্রিজিত মাখোঁ তাঁর স্বামীর মুখে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন বলে মনে হচ্ছে।

মাখোঁ দম্পতির ভাইরাল এ ভিডিও নিয়ে গতকাল শুক্রবার (৩০শে মে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা ঠিকঠাকই আছেন!’

গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর দাম্পত্য সম্পর্কের বিষয়ে তার কোনো পরামর্শ আছে কি না তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘দরজা যেন বন্ধ থাকে সেটা নিশ্চিত করুন!’

বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে ওভাল অফিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে মাখোঁ দম্পতি সম্পর্কে এমন প্রশ্ন করলে ট্রাম্প তাদের নিয়ে রসিকতা করে কিছু মন্তব্য করেন। ট্রাম্প আরও বলেন, ‘ব্যাপারটা ভালো হয়নি!’

গত ২৭শে মে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের পরপরই দরজা খোলার সময় ভিডিওটি ধারণ করা হয়। আর সেই ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত দুই হাত বাড়িয়ে স্বামী এমানুয়েল মাখোঁর মুখে ধাক্কা দিচ্ছেন। ৪৭ বছর বয়সী মাখোঁকে হতবাক দেখালেও দ্রুত নিজেকে সামলে নেন এবং পরক্ষণেই খোলা দরজার দিকে ফিরে হাত নাড়েন।

তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সম্পর্ক বেশ মধুর বলেই ধারণা করা হয়। গতকাল ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। তারা ঠিকঠাকই আছে। তারা দুজন সত্যিই ভালো মানুষ। আমি তাদের খুব ভালোভাবে চিনি। তবে আমি আসলে জানি না, ঘটনাটা কী ছিল।’

এদিকে দাম্পত্য কলহের গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ওই ঘটনার পরদিন ২৮শে মে এক বিবৃতিতে বলেন, ‘ওই ফুটেজকে ভুল অর্থে প্রচার করা হয়েছে।’

আরএইচ/


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাখোঁ দম্পতির ভাইরাল ভিডিও প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250