শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার সাত বছর পর আবারও শুরু হতে যাচ্ছে লাক্স সুপারস্টার। এদিকে জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের শুরু করে অনেকেই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন। এ মাসেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

লাক্স সুপারস্টার ২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়। আর প্রথম আসরে সেরা সুন্দরীর খেতাব অর্জন করেন শানারেই দেবী শানু। এরপর প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদের মতো তারকারা। তবে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বিগত বছরগুলোয় অনিয়মিত আয়োজনের পর সর্বশেষ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর আর কোনো আয়োজন হয়নি। দীর্ঘ ৭ বছর পর আবার নতুন তারকার খোঁজে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা।

এদিকে গত ৬ই মে থেকে শুরু হয়েছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার রেজিস্ট্রেশন, আগামী ৫ই জুন পর্যন্ত চলবে। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এ রিয়েলিটি শোয়ে। লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে করতে হবে ফরম পূরণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে এবার অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে কনটেন্ট মেকিংয়ের যোগ্যতা।

এ ছাড়া লাক্স সুপারস্টারের এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। গতকাল শুক্রবার (১৬ই মে) লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা প্রমোশনাল ভিডিওতে এমনটা জানানো হয়। 

গতকাল প্রমোশনার ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘২০০৯-এ যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এ প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা অংশগ্রহণ করছ, তাদের সঙ্গে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি।’

এবার প্রতিযোগিতার প্রমোশনে জয়া, মেহজাবীন ও রাফী ছাড়াও অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। এ ছাড়া দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত জানাবেন আয়োজকেরা।

আরএইচ/


লাক্স তারকা রিয়েলিটি শো সুন্দরী প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250