আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত
স্বামী রাহুল দেব বর্মণের ৮৫তম জন্মদিন ছিল কয়েক দিন আগে। সেই অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে বলিউডের প্রবীণ গায়িকা আশা ভোঁসলেকে। গত শুক্রবার (১১ই জুলাই) আচমকাই সামাজিক মাধ্যমে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।
শাবানা শেখ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আশা ভোঁসলের মৃত্যুর খবর প্রথম জানানো হয় ১লা জুলাই। তাতে লেখা হয়- ‘বিখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। এর মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি হলো (১লা জুলাই, ২০২৫)।’ এরপর এটি ধীরে ধীরে ছড়াতে থাকে।
শুধু তাই নয়, গায়িকার মালা পরানো একটি ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। এসব খবর চোখে পড়তেই মুখ খুললেন তার ছেলে আনন্দ ভোঁসলে। ভারতীয় একাধিক গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ খবর সত্য নয়।’ আশা ভোঁসলে সুস্থ আছেন। কিছু হয়নি তার। কীভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তা তিনি নিজেও জানেন না।
খবরটি শেয়ার করুন