রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা *** রোনালদোকে যে লড়াইয়ে চাপে রেখেছেন মেসি *** আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি *** সরকার একটা বাসস্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, এত বড় নির্বাচন কীভাবে ট্যাকেল করবে: জামায়াত *** ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা *** নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান *** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল বুধবার (১৪ই মে) আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এ সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।

চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছিল আইসিসি। সেখানে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পর উইমেনস ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করার কথা আগেই বলেছিল আইসিসি, গত রোববার শেষ হয় সিরিজটি। বুধবার  প্রকাশ করল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ।

মূলত ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ। এর পরের বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয় আরও ৫০ শতাংশ। দুই মিলিয়ে শতভাগ পারফরম্যান্স বিবেচনা করা হয়।

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ। শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জিতেছে তারা। বাকি চারটিতে পরাজয়।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে পাকিস্তান। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে তারা। ১০ রেটিং পয়েন্ট হারানো ওয়েস্ট ইন্ডিজের (৭২) অবনতি দুই ধাপ। তাদের অবস্থান এখন নবম। ৫০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আয়ারল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ স্থানে আসেনি কোনো পরিবর্তন। ১৬৭ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় যথারীতি অস্ট্রেলিয়া। পরের পাঁচ স্থানে যথাক্রমে ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।

এইচ.এস/

নারী ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন