সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টাইটানিকের রোজকে ভাসিয়ে রাখা কাঠের টুকরাটি বিক্রি হলো ৮ কোটি টাকায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

টাইটানিক জাহাজের কথা আমরা সবাই জানি। বিখ্যাত টাইটানিক সিনেমাটিও অনেকে দেখেছি। রূপালী পর্দায় ১৯৯৭ সালে বিশ্ববাসীর কাছে সেই ‘টাইটানিক’ নতুনভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন। তাতে দেখা যায় বিশালাকৃতির জাহাজে জ্যাক আর রোজের প্রেমোপাখ্যান এবং বরফরূপী যমদূতের কাছে সহসা হার মেনে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনি।

১৯১২ সালে ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথমবার সমুদ্রযাত্রা করেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ টাইটানিক। কিন্তু সেই প্রথম যাত্রাতেই ২,২২৪ জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। সলিল সমাধি ঘটে ১৫০০ মানুষের। মহাসাগরে ঘটা এ যাবৎকালের সবচেয়ে বড় ট্রাজেডি।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন জেমস ক্যামেরুন। সিনেমাটি সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কয়েক বিলিয়ন ডলার আয় করে। সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা কাঠের টুকরাটি সম্প্রতি নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (প্রায় ৮ কোটি টাকা) বিক্রি হয়েছে সেটি।

আরো পড়ুন: রাস্তায় থালা হাতে ভিক্ষা করছেন মাহি!

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে। কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।

সিনেমায় ব্যবহৃত আরো কিছু সরঞ্জামও নিলামে বিক্রি করা হয়। রোজের পরা পোশাকটিও নিলামে ১ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

টাইটানিক সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে অভিনয় করেছিলেন লিউনার্দো ডিক্যাপ্রিয়।

এসি/ আই. কে. জে/ 

টাইটানিক কাঠের টুকরা

খবরটি শেয়ার করুন