মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভাই ফয়সালের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত এ অভিনেতা। তবে ফয়সাল যেন হলেন উল্টো পথের পথিক। বলিউড থেকে রীতিমতো হারিয়েই গেলেন তিনি। সম্প্রতি কিছুদিন হল আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন ফয়সাল। 

গত কিছুদিন ধরে একাধিক সাক্ষাৎকারে এই অভিনেতা তার ভাই আমির খানের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি নিয়ে তার উপর চড়াও হতেন বলে‌ও অভিযোগ করেন ফয়সাল।  পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তার নাকি প্রাণনাশের আশঙ্কাও হয়েছিল। 

দীর্ঘদিন সিনেমার বাইরে থাকা ফয়সাল পুরোনো দিনের ক্ষত ভুলতে পারছেন না জানিয়ে বলেন, ‘আমি একদিন বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে আমার উপর চড়াও হয় সে। আমাকে বলে, ‘তুমি পাগল’। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে এসেছিল। আমি বললাম, টানাহেঁচড়া করতে হবে না, আমি এমনিই যাচ্ছি। সেখানে গিয়ে ভাবলাম, হয়তো কিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, কিসব ওষুধ দিল। জোর করে আমাকে কিসব খাইয়ে দিল। এরপর আমি ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরেও যেতে পারতাম। আমার ফোন কেড়ে নিয়ে আমাকে ঘরে আটকে রাখা হয়।’ 

ভাইয়ের এতসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আমির খান।  ফয়সালের কথার জবাবে অভিনেতা বলেন, ‘বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।’ 

পাশাপাশি আমির জানান মেলা ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি ফয়সাল।  তাই তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে আসুক।  প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে ইচ্ছুক বলেও জানান। আমিরের ভাষায়, ‘যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।’ 

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250