বুধবার, ২রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের প্রসঙ্গে যা বলা হয়েছে *** নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধ নিয়ে যা বলছে সরকার *** সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া *** শুল্ক নিয়ে কাল কী ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প *** চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে যা হচ্ছে ভারতে *** তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর *** প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন *** অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা *** দেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা *** এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির!

১১ বছর পর কোয়াবের নেতৃত্বে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে পদ ছাড়লেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল। প্রায় ১১ বছর ধরে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তারা। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের সরব না হওয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, সমালোচনা হয়েছে তাদের দায়িত্ব না ছাড়া নিয়েও।

গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুরকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে সংগঠনের কার্যক্রম নতুন করে শুরু করতে কয়েক দফা বৈঠক করেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

অবশেষে আজ রোববার (২৩শে মার্চ) ঢাকার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে এক বৈঠকের পর তাদের দায়িত্ব ছাড়ার কথা জানান সাবেক অধিনায়ক আকরাম খান। নাঈমুর কোয়াব সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত তাদের জানিয়েছেন বলে জানান আকরাম। সাধারণ সম্পাদক দেবব্রতও কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান তিনি।

২০২৩ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল

সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদের নেতৃত্বে ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে আরও আছেন মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়কেরাও।  

আহ্বায়ক কমিটির কাজ কী হবে তা জানিয়ে আহ্বায়ক সেলিম শাহেদ সাংবাদিকদের বলেছেন,‘আমাদের প্রথম কাজ হচ্ছে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। আমরা সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করার চেষ্টা করব। কারা ভোটার, এটারও কোনো গাইডলাইন নেই।’ 

এ কাজ করতে কত দিন লাগবে, তা জানিয়ে তিনি বলেন, ‘এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’

এইচ.এস/


কোয়াব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন