ছবি: সংগৃহীত
পাঠকনন্দিত কথাসাহিত্যিক প্রশান্ত মৃধার লেখা উপন্যাস ‘রূপকুমার ও হরবোলাসুন্দরীর অসমাপ্ত পালা’ এসেছে অমর একুশে বইমেলায়।
‘রূপকুমার ও হরবোলাসুন্দরীর অসমাপ্ত পালা’র শেষে শুরু হয় এক নতুন কাহিনি- ফুলশয্যার রাতে অবিশ্বাসের দ্বন্দ্ব! রূপকুমারকে এ দ্বন্দ্বে প্ররোচিত করে বিলকিস মালিনী আর লোকপালার মঞ্চজীবন মিশে যায় নাগরিক বাস্তবতায়। রহমত আলি, হাসিবা ও বিউটির সংকট যেখানে বাঁক নেয়, সেখান থেকে সরাসরি মীমাংসায় পৌঁছানোর কোনো উপায় নেই।
লোকপালার ভেতরে লতিয়ে-ওঠা এই উপন্যাসে মানা হয়নি প্রচলিত কাহিনিকথনের ধরন। এখানে লোকপালা হয়ে উঠেছে উপন্যাস অথবা উপন্যাস মিশে গেছে লোককাহিনির বর্ণনার কৌশলে।
উপন্যাসটি এবারের বইমেলায় এনেছে বেঙ্গলবুকস। এর প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। একুশের বইমেলায় বেঙ্গলবুকসের স্টল নম্বর ১১৮ ও ১১৯।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন