সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এই বিনা লাভের দোকানগুলোতে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি ভোক্তারা।

বুধবার (৩০শে অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়েছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতি বর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাকসবজির দাম আকাশ ছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুঁইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, ডাল ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫৭ টাকাসহ বিভিন্ন শাকসবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

কিনতে আসা ক্রেতারা বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যায়।’ চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে কমদামে বিক্রি করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত গণমাধ্যমকে জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমূল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

এ বিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার (১লা নভেম্বর) থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করবো। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’

ওআ/কেবি

নিত্যপ্রয়োজনীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন