ছবি: সংগৃহীত
নেইমারের সাম্প্রতিক চোট নিয়ে সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোডা খোলামেলা কথা বলেছেন। ইন্টারনাসিওনালের বিপক্ষে ব্রাজিলিয়ান সেরি–আ ম্যাচের আগে অনুশীলনেই হাঁটুতে নতুন অস্বস্তি অনুভব করেন এই ব্রাজিলিয়ান। ফলে কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সদ্যই হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছিলেন নেইমার। নিয়মিত একাদশেও খেলছিলেন ধারাবাহিক তিন ম্যাচ। কিন্তু নতুন ব্যথার কারণে সোমবারের (২৪শে নভেম্বর) ম্যাচে আবারও সাইডলাইনে চলে যেতে হয় তাকে।
২০২৫ সালের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন শুরুর স্বপ্ন দেখেছিলেন নেইমার। প্রায় দেড় বছর ধরে তাকে মাঠের বাইরে রেখেছিল ভয়াবহ এসিএল ইনজুরি, যার পরিণতিতে আল–হিলাল তার সঙ্গে চুক্তি বাতিল করে।
কিন্তু সান্তোসে ফিরে তার দ্বিতীয় মেয়াদ আশানুরূপ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে সাত গোল ও তিন অ্যাসিস্ট, এমন পরিসংখ্যান তার নামের পাশে ছোটই মনে হয়। তাছাড়া বারবার চোট পাওয়ায় নিয়মিত ছন্দও খুঁজে পাননি তিনি। জাতীয় দলে ফেরাটাও তাই বারবার পিছিয়ে যাচ্ছে। সামনে মার্চে শেষ আন্তর্জাতিক বিরতি, এরপরই ২০২৬ বিশ্বকাপ। সে আসরে থাকার জন্য নিজেকে প্রমাণ করার কাজটা যেন কঠিন হয়ে যাচ্ছে ৩৩ বছর বয়সী এই তারকার জন্য।
ইন্টারনাসিওনাল ম্যাচের আগে পুরো সপ্তাহজুড়ে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন নেইমার, এমন খবর জানিয়েছিল বিইন স্পোর্টস। এরপর ম্যাচটি ১–১ ড্র হওয়ার পর কোচ ভইভোডা জানান, পরের ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে।
তিনি বলেন, 'স্পোর্টের বিপক্ষে ম্যাচে তাকে রাখার পরিকল্পনা রয়েছে। আমার তার সঙ্গে কথা বলতে হবে। শারীরিকভাবে সে নিজের অবস্থা সবচেয়ে ভালো বোঝে এবং তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে তার প্রতিজ্ঞা হলো মাঠে থাকা, সে সবসময় খেলতে চায়। মিরাসোল ম্যাচের আগেই হাঁটুতে ব্যথা অনুভব করে। খেলার সময়ও ব্যথা ছিল। পরের দিন ব্যথা আরও বেড়ে যায়।'
টানা ভ্রমণ ও তিন দিনে এক ম্যাচের চাপের মধ্যেও দলে নেইমারের গুরুত্ব অপরিসীম বলে জানান ভইভোডা, 'আমরা জানি, সামনে প্রতি তিন দিন অন্তর ম্যাচ। ভ্রমণ শেষে কাল (আজ বুধবার, ২৬শে নভেম্বর) বিকেলে সান্তোসে পৌঁছাবো… তিন রাউন্ডেই আমরা তাকে চাই, সে আমাদের মাঠের নেতা।'
জে.এস/
খবরটি শেয়ার করুন