বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নেইমারের চোট নিয়ে যা বললেন সান্তোস কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেইমারের সাম্প্রতিক চোট নিয়ে সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোডা খোলামেলা কথা বলেছেন। ইন্টারনাসিওনালের বিপক্ষে ব্রাজিলিয়ান সেরি–আ ম্যাচের আগে অনুশীলনেই হাঁটুতে নতুন অস্বস্তি অনুভব করেন এই ব্রাজিলিয়ান। ফলে কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

সদ্যই হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছিলেন নেইমার। নিয়মিত একাদশেও খেলছিলেন ধারাবাহিক তিন ম্যাচ। কিন্তু নতুন ব্যথার কারণে সোমবারের (২৪শে নভেম্বর) ম্যাচে আবারও সাইডলাইনে চলে যেতে হয় তাকে।

২০২৫ সালের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন শুরুর স্বপ্ন দেখেছিলেন নেইমার। প্রায় দেড় বছর ধরে তাকে মাঠের বাইরে রেখেছিল ভয়াবহ এসিএল ইনজুরি, যার পরিণতিতে আল–হিলাল তার সঙ্গে চুক্তি বাতিল করে।

কিন্তু সান্তোসে ফিরে তার দ্বিতীয় মেয়াদ আশানুরূপ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে সাত গোল ও তিন অ্যাসিস্ট, এমন পরিসংখ্যান তার নামের পাশে ছোটই মনে হয়। তাছাড়া বারবার চোট পাওয়ায় নিয়মিত ছন্দও খুঁজে পাননি তিনি। জাতীয় দলে ফেরাটাও তাই বারবার পিছিয়ে যাচ্ছে। সামনে মার্চে শেষ আন্তর্জাতিক বিরতি, এরপরই ২০২৬ বিশ্বকাপ। সে আসরে থাকার জন্য নিজেকে প্রমাণ করার কাজটা যেন কঠিন হয়ে যাচ্ছে ৩৩ বছর বয়সী এই তারকার জন্য।

ইন্টারনাসিওনাল ম্যাচের আগে পুরো সপ্তাহজুড়ে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন নেইমার, এমন খবর জানিয়েছিল বিইন স্পোর্টস। এরপর ম্যাচটি ১–১ ড্র হওয়ার পর কোচ ভইভোডা জানান, পরের ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে।

তিনি বলেন, 'স্পোর্টের বিপক্ষে ম্যাচে তাকে রাখার পরিকল্পনা রয়েছে। আমার তার সঙ্গে কথা বলতে হবে। শারীরিকভাবে সে নিজের অবস্থা সবচেয়ে ভালো বোঝে এবং তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে তার প্রতিজ্ঞা হলো মাঠে থাকা, সে সবসময় খেলতে চায়। মিরাসোল ম্যাচের আগেই হাঁটুতে ব্যথা অনুভব করে। খেলার সময়ও ব্যথা ছিল। পরের দিন ব্যথা আরও বেড়ে যায়।'

টানা ভ্রমণ ও তিন দিনে এক ম্যাচের চাপের মধ্যেও দলে নেইমারের গুরুত্ব অপরিসীম বলে জানান ভইভোডা, 'আমরা জানি, সামনে প্রতি তিন দিন অন্তর ম্যাচ। ভ্রমণ শেষে কাল (আজ বুধবার, ২৬শে নভেম্বর) বিকেলে সান্তোসে পৌঁছাবো… তিন রাউন্ডেই আমরা তাকে চাই, সে আমাদের মাঠের নেতা।'

জে.এস/

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250