শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

দুর্নীতি দমনে আরও বেগবান করতে হবে দুদকের কার্যক্রম

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অনেক দুর্নীতিবাজকে ধরতে সক্ষম হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটির কার্যক্রম কমে গেছে। জানা গেছে, দুর্নীতিবাজদের দমনে দুদক কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সংস্থাটিতে গত বছর দুর্নীতির অভিযোগ জমা পড়েছে ১৫ হাজার ৪৩৭টি। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশই যাচাই-বাছাই কমিটি অনুসন্ধানের জন্য আমলে নেয়নি। অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে ৪০৪টি। এ পরিসংখ্যানই স্পষ্ট করে তুলেছে যে, দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতির কথা বললেও তা কার্যকর হচ্ছে না। বিষয়টি দুঃখজনক। 

অবশ্য দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে দুদক দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। প্রতিদিন নানা সোর্স থেকে দুদক কার্যালয়ে অভিযোগ জমা পড়ে। সেগুলো নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় পর্যবেক্ষণ, যাচাই-বাছাই শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে জমা অনেক অভিযোগ তফশিলভুক্ত না থাকায় অনুসন্ধানের জন্য আমলে নেওয়া যায় না।

এটা সত্য, দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতার চেয়ে অভিযোগ জমা পড়ে বেশি। আবার সংস্থাটিতে এমন অভিযোগও জমা পড়ে যেগুলো দুদকের এখতিয়ারভুক্ত নয়। দুদক সূত্রই বলছে, যেসব মানুষ অভিযোগ জমা দেন, তারা সংস্থাটির তফশিলভুক্ত অপরাধের বিষয়ে সচেতন নন। অনেকে অভিযোগ লেখার ক্ষেত্রেও ভুল করেন। অনেক অভিযোগের কোনো ভিত্তিই থাকে না। তাই সবারই জানা উচিত, কমিশন আইনে তফশিলভুক্ত অপরাধের মধ্যে রয়েছে-সরকারি দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী, ব্যাংকারসহ দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তির উৎকোচ-উপঢৌকন নেওয়া। সরকারি কর্মচারীদের নামে-বেনামে অবৈধভাবে সম্পদ অর্জন, সরকারি অর্থসম্পদ আত্মসাৎ ও ক্ষতিসাধন, সরকারি কর্মচারীর উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা। কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা, কোনো ব্যক্তির ক্ষতিসাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর অধীনে সংঘটিত অপরাধ, সরকারি কর্মচারী কর্তৃক জালিয়াতি ও প্রতারণা। দুদকে অভিযোগ দায়েরের আগে এ বিষয়গুলো সম্পর্কে সবার সচেতন হওয়া প্রয়োজন।

দেশে দুর্নীতি দমনে কাজ করা একমাত্র আইনি প্রতিষ্ঠান দুদক। দুর্নীতির প্রতিকার চেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সংস্থার দ্বারস্থ হন। কাজেই তাদের আবেদন যৌক্তিক হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংস্থাটিকে আন্তরিক হতে হবে। যেসব অভিযোগ আমলে নেওয়া হয় এবং তা তদন্তের জন্য মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তরে পাঠানো হয়, সেগুলোর ক্ষেত্রে দুদকের ফলোআপ করা উচিত। মনে রাখতে হবে, অভিযোগকারীরা প্রতিকার না পেলে কিংবা কেন তার অভিযোগ আমলে নেওয়া হলো না, তা জানতে না পারলে দুদকের কাজের স্বচ্ছতা সম্পর্কে মানুষের ধারণা নষ্ট হবে। এমনিতেই কারও কারও এমন ধারণা রয়েছে যে, সংস্থাটি তুলনামূলক কম ক্ষমতাশালীদের বিরুদ্ধে যতটা সরব, ততটাই নীরব প্রভাবশালীদের বিষয়ে। ফলে রেহাই পেয়ে যায় দুর্নীতিবাজরা। এ ধরনের নেতিবাচক ধারণা পরিবর্তনে দুদককেই সচেষ্ট হতে হবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে দুদক তার যথাযথ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা।

আই.কে.জে/

দুর্নীতি দমন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন