ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে রাজশাহীর সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে রাজশাহীর হয়ে কাজ করবেন।
বিপিএলের এবারের আসরে রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক তারকা ওপেনার হান্নান সরকার। তার সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে।
বর্তমানে বিসিবির এইচপি বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন রাজিন সালেহ। এর আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বিপিএলের এবারের আসরে জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে রাজশাহী। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে নিয়েছে রাজশাহী।
জে.এস/
খবরটি শেয়ার করুন