শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসুতে শিবিরের বিজয় মৌলবাদের প্রতি সমর্থন নয়, বিকল্প খোঁজার আকুতি: শশী থারুর *** এবার ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য রাস্তায় নামল নেপালের জেন-জি *** ২০ হলের ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন *** ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে এক দিনে ১৫ লাখের বেশি আবেদন *** মৃত মা শাসন করছেন মোদিকে, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ বিজেপি *** নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার ভিডিও *** জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল *** পাকিস্তানি হিরো আলমকে ডিম নিক্ষেপ, ভিডিও প্রকাশ করায় মামলার হুমকি *** জাকসু নির্বাচন : এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের *** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই

সংবিধানে হাত দেওয়া উচিত হবে না: মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে হাত দেওয়া উচিত হবে না বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান। 

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধু পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার। এটা করতে গেলে পরে যে জটিলতা আসবে সেটা হতো কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হবে।’

আজ রোববার (২৫শে মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মনিরুজ্জামান।

এ নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে আমাদের মনে রাখতে হবে যে, যত শিগগিরই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। কারণ, এ জুলাই আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে উত্তরণ।’

সব সংস্কার বর্তমান সরকার করতে পারবে সেই উচ্চাশা করা ঠিক হবে না বলে মনে করেন মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এ পর্যায়ে যেসব সংস্কার প্র্যাকটিক্যাল, সেগুলো থেকে আমাদের দুটো সংস্কারের ব্যাপারে আমাদের বিশেষ করে জোর দিতে হবে। কোনো সংস্কারই টেকসই হবে না যদি এর সঙ্গে রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দল একমত না হয়।’

এইচ.এস/

নিরাপত্তা বিশ্লেষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন