রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে

যেভাবে বাঁচল ৬ মাসের শিশু সাবরিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শনিবার (২২শে জুন) মাদারীপুর থেকে বরগুনার আমতলীতে বউভাত খেতে আসার পথে বরগুনার আমতলীর চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে খানসহ ১০ জন নিহত হন। দুর্ঘটনায় রাইতি খান নিহত হলেও বেঁচে ফিরেছে  রাইতি খান-সোহেল দম্পতির শিশুকন্যা সাবরিন।

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের আম গেল সুইডেনে

শিশু সাবরিনের বাবা সোহেল খান গণমাধ্যমকে জানান, সাবরিনের মা রাইতিসহ তাদের আত্মীয়স্বজনদের ১৬ জন একটি মাইক্রোবাসে ছিল। সেতু ভেঙে মাইক্রোবাসটি যখন নদীতে ডুবে যাচ্ছিল রাইতি তখন কোল থেকে সাবরিনকে কচুরিপানার মধ্যে ফেলে দেন।

পেছনে একটি অটোতে সোহেলসহ দুজন আত্মীয় ছিল। তারাও পানিতে ডুবে যাচ্ছিল। সোহেল কোনোভাবে সাঁতরে ওপরে উঠে আসার সময় কচুরিপানার ওপর তার চোখ পড়ে। দেখেন ওই কচুরিপানার ওপর সাবরিন। সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সেখান থেকে উদ্ধার করেন তিনি।

সোহেল খান আরও বলেন, এভাবে আমার সবকিছু কেড়ে নিলো আল্লাহ। ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন কীভাবে বাঁচব।

এইচআ/ 

শিশুকন্যা সাবরিন মাইক্রোবাস দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন