রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি বাড়ায় দাম কমেছে ছোলার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আরও এক মাস। রোজার মাসে ভোক্তার বেশি চাহিদা থাকে ছোলায়। রোজা ঘিরে এবার উল্লেখযোগ্য পরিমাণে ছোলা আমদানি হয়েছে। তাতে বাজারে সরবরাহ বেড়েছে। বাজারে সরবরাহ ভালো থাকায় রোজায় ছোলার দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোজাকে কেন্দ্র করে এবার দুই থেকে তিন মাস আগেই ছোলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। দেশে আমদানি পণ্যের ৯৯ শতাংশই আসে চট্টগ্রাম বন্দর দিয়ে।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে গত তিন মাসে (নভেম্বর-জানুয়ারি) প্রায় ৮৩ হাজার ৮৩২ টন ছোলা আমদানি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, রোজার মাস বাদে অন্য মাসগুলোতে দেশে প্রতি মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। রোজায় এ চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়। রোজার এক মাসে ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টন ছোলার চাহিদা থাকে।

ব্যবসায়ীরা জানান, আমদানির পথে রয়েছে আরও ছোলা। রোজা শুরুর আগেই এসব ছোলা বাজারে চলে আসবে। ফলে সরবরাহে কোনো সংকট হবে না। বর্তমানে দেশের পাইকারি বাজারে ছোলার দাম ৮০ থেকে ৯৬ টাকা। সরবরাহ ভালো থাকায় রোজার আগে দাম আরও কমবে।

এনবিআরের হিসাব মতে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ছোলা আমদানি হয়েছিল প্রায় ৪৩ হাজার টন। সেই তুলনায় এবার নভেম্বর থেকে জানুয়ারি— এই তিন মাসে গতবারের তুলনায় প্রায় ৪০ হাজার টন বেশি ছোলা আমদানি হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে আমদানি হয়েছে প্রায় সাড়ে ৭২ হাজার টন। যেখানে গত বছর জানুয়ারি মাসে হয়েছিল প্রায় সাড়ে ২৭ হাজার টন। দেশে অধিকাংশ ছোলা আসে অস্ট্রেলিয়া থেকে। দেশটির উৎপাদিত ছোলার ৯৫ শতাংশই রপ্তানি হয়।

আরও পড়ুন: রোজায় বাজারে মিলবে মূল্য উল্লেখ করা চালের বস্তা

চট্টগ্রামের খাতুনগঞ্জের ছোলা আমদানিকারক মোহাম্মদ মহিউদ্দিন গণসাধ্যমকে বলেন, এ বছর ছোলার আমদানি বেশ ভালো। ঋণপত্র (এলসি) খুলতে কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তা আমদানিতে বাধা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে এক মাসের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা কমেছে। এ বাজারে এক মাস আগে প্রতি কেজি ছোলার দাম ছিল ৮২ থেকে ৯৬ টাকা। গতকাল শনিবার প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭৮ থেকে ৯০ টাকায়। আর চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয় ১০০ থেকে ১১০ টাকায়। এক মাস আগে খুচরায় প্রতি কেজি ছোলার দাম ছিল ১০০ থেকে ১১৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে দাম আরও কমবে। 

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ছোলার আমদানি ও সরবরাহ বেশ ভালো। তাই আশা করা যায়, রোজার আগেই দাম আরও কমবে।

এসকে/ 

দাম কমেছে ছোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন